• বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫
সর্বশেষ :
ডুমুরিয়ায় এবার দাবি আদায়ে কর্মবিরতিতে পরিবার পরিকল্পনার কর্মচারীরা দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুকে ফুলেল শুভেচ্ছা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন! হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না, সবাই সমান অধিকার ভোগ করবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সঙ্কটময় পরিস্থিতি সমাধানের পর তফসিল দিন: নাহিদ দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি পালন

শ্যামনগরে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
শ্যামনগরে জাতীয় যুব দিবস পালিত 

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯.৩০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবীব এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মো. আনিসুর রহমান, উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, উপজেলা যুব ফোরাম এর সভাপতি মো. মমিনুর রহমান, সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মো. রুহুল আমিন, এসএসএসটির পরিচালক মারুফ হোসেন মিলন, সাইডস এর নির্বাহী পরিচালক মো. জাহিদ হাসান, শরুব ইয়ুথ টিম এর জান্নাতুল নাঈম, সিডিও’র মো. হাফিজুর রহমান, যুব রেড ক্রিসেন্ট এর মো. মিলন হোসেন, নারী সংগঠনের সুফিয়া খাতুন প্রমুখ।
আলোচনা সভার আগে উপজেলার ৫৩ টি যুব সংগঠনের সদস্যদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। আলোচনা সভা শেষে সফল যুব উদ্যোক্তা হিসেবে মো. মনিরুজ্জামান কে ৬০ হাজার টাকা ও মিস মুমতাহেনা কে ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচী এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ক্যাটাগরি তে প্রশিক্ষণ নেওয়া ৬০ জন যুবদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com