• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৩৪
সর্বশেষ :
তালায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদযাপন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ডুমুরিয়ায় গ্রীষ্মকালীন খেলাধুলার প্রস্তুতিমূলক সভা মানষিক ভারসাম্যহীন মফিজুল ৩দিন ধরে নি’খোঁ’জ! যুবদলনেতা শামীম হ’ত্যার ঘা’ত’ক স্ত্রী বৃষ্টি ও শালক গ্রেফতার তালা হাসপাতালে রোগী নেওয়ার নাম করে ভ্যান চু’রি ব্রিটিশ শাসনামল ১৮৬৭সালে প্রতিষ্ঠিত পৌরসভা আবারো ফিরে পাওয়ার দাবী কালিগঞ্জে ধুলিয়াপুর হাইস্কুলে দু’র্নী’তি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রে’ফ’তা’র শ্যামনগরে নদীর চর দ’খ’ল করে গড়ে তোলা রিসোর্ট উচ্ছেদ করলো প্রশাসন

অভিনেতা যে কারণে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন

প্রতিনিধি: / ২৭৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: চলন্ত ট্রেনের দরজা থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন বলিউডের অন্যতম অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল। ভালোবাসার মৌসুমে অভিনেতার এমন স্টান্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে শিউরে উঠেছেন অনেকেই। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, লোকাল ট্রেনের ছাদের উপর ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিদ্যুৎ। ব্যক্তিগত জীবনে হোক কিংবা পর্দায়, প্রায়ই এমন চমক দিয়ে থাকেন বিদ্যুৎ। তা দেখে অনুরাগীরাও চমৎকৃত হন। অনুপ্রাণিত হন। অনেকেই আবার বিদ্যুতের মতো স্টান্ট করার চেষ্টা করেন। তবে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং দক্ষতা না থাকলে যে সেটা করা যাবে না, তা বুঝতে পারেন না অনেকেই। এই ভিডিওর সঙ্গে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন বিদ্যুৎ। পোস্টে তিনি লেখেন, ‘আমি একজন প্রশিক্ষিত কালারিপায়াত্তু শিল্পী। পেশায় একজন অ্যাকশন স্টান্টম্যান। আমার স্টান্ট এবং ফিটনেস দেখে বাকিরা অনুপ্রাণিত হলে খুশি হই। ভাল লাগে। তবে রোজকার জীবনে প্রত্যেকেই ছুটে চলেছেন। কেউ বাস ধরবেন বলে ছুটছেন, কেউ আবার অফিসে তাড়াতাড়ি ঢুকবেন বলে ছোটেন। তাদের কাউকেই প্রশিক্ষণ নিতে হয় না। আলাদা করে কোনো অনুশীলন করতে হয় না আমার মতো। মনে সাহস আর জোর নিয়ে ছুটে চলেন নিরন্তর। আমার এই ভিডিওটি তাঁদের প্রত্যেককে উৎসর্গ করলাম।’ তিনি শরীরকে সক্রিয় ও চাঙ্গা রাখতে নানা ধরনের ট্রেনিং তো করেন বটেই, সেই সঙ্গে প্রাচীন মার্শাল আর্টের উপরেও ভরসা রাখেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com