• বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩১
সর্বশেষ :
আশাশুনি সেনাবাহিনীর সাহসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ডালিম আটক দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতার ইন্তেকাল, শোক প্রকাশ শ্যামনগরে খুচরা সার ডিলারদের মানববন্ধন তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত সাতক্ষীরার নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার না.গঞ্জ সদরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির সাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শীতের আগমনীতে কুমড়া বড়ি দিতে ব্যস্ত সময় পার করছে ডুমুরিয়ার গৃহিণীরা বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: হাসিনা সরকার

আশাশুনি সেনাবাহিনীর সাহসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ডালিম আটক

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আশাশুনিতে সেনাবাহিনীর সাহসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ডালিম’কে আটক করা হয়েছে।

 

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধহাটা ইউনিয়নের শেতপুর গ্রামের মৃত আবুল হোসেন ঢালীর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ কায়ুম হোসেন (ডালিম)কে ৪০পিস ইয়াবা ট্যাবলেট, ২কেজি ৫০০গ্রাম গাঁজা ও ১টি অবৈধ মাদক ওজন মেশিন সহ তার বাড়ি থেকে হাতেনাতে আটক করেন।

 

ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরী সাংবাদিকদের জানান, ডালিম দীর্ঘদিন ধরে আশাশুনি উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল। এমন তথ্যের ভিত্তিতে নিখুঁত পরিকল্পনা করে রাতের অন্ধকারে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আসামীকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ‍্য আর্মি ক্যাম্পের উপস্থিতির পর থেকে আশাশুনি উপজেলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। আর্মির নেতৃত্বে পরিচালিত এই ক্যাম্প উপজেলায় বিভিন্ন স্থানে সংখ্যাধিক অভিযান চালিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে। যাতে স্থানীয়রা নিশ্চিন্ত ও স্বস্তিবোধ করতে পারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com