• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪
সর্বশেষ :
ফানি কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন অগ্নিদগ্ধ নাসিং ও মিডওয়াইফাদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ২ ঘন্টা নার্সদের প্রতিকী শাট ডাউন শীতে রসের ঘ্রাণে মুখর হয়ে ওঠে পাইকগাছার গ্রামীণ পরিবেশ ডুমুরিয়ায় কৃত্রিম প্রজনন সেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনির ইউএনও কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা ফসলের হাসিতেই খুশি কৃষক ধানের চারা উৎপাদনে ব্যস্ত কৃষকেরা পাটকেলঘাটায় হামলা ও মারপিট করে নগদ টাকা স্বর্ণালংকার মোটরসাইকেল লুটপাট ঢাকা থেকে পাঠানো ওয়ালটনের পণ্য গায়েব, পাটকেলঘাটায় উদ্ধার দেবহাটায় শীতার্ত অসহায়দেরকে ইউএনওর কম্বল বিতরন তালায় শিক্ষকদের মতবিনিময় সভায় উন্নয়ন অঙ্গীকার হাবিবুল ইসলাম হাবিবের

ইমরান খান আইএমএফ বরাবর চিঠি পাঠালেন

প্রতিনিধি: / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বরাবর চিঠি পাঠিয়েছেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানকে নতুন করে কোনো ঋণ দেওয়ার আগে যেন নির্বাচনের ফলাফল অডিট করা হয়, চিঠিতে আইএমএফকে এমন অনুরোধ জানিয়েছেন তিনি। ইমরান খান চিঠিটি শুক্রবার পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন। চিঠিতে তিনি বলেন, “এমন সময়ে পাকিস্তানকে ঋণ দেওয়া হলে, তা কে শোধ করবে?” ইমরান খান আরো বলেন, ‘পাকিস্তানের দারিদ্র্য বাড়াবে এবং বোঝা হয়ে দাঁড়াবে এমন ঋণ। ’ নিউজ ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ৮ ফেব্রæয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ওপর একটি অডিট করতে আইএমএফকে আহŸান জানিয়েছেন ইমরান খান। কিন্তু নতুন পাকিস্তান সরকারের সঙ্গে ঋণ নিয়ে আলোচনায় বসতে আগ্রহী সংস্থাটি। এদিকে সাবেক পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘এই চিঠিটির কোনো গুরুত্ব নেই।’ তিনি বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা যদি দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে লিখে থাকেন তবে তা নিন্দনীয়। ’পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর একজন জ্যেষ্ঠ নেতা দার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ব্যক্তিগত লাভের জন্য কিছু লেখা লজ্জাজনক। পিটিআই প্রতিষ্ঠাতার চিঠির কোন তাৎপর্য থাকবে না।’ গত বছর পাকিস্তানের সাথে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি করে আইএমএফ। মূলত বৈদেশিক ঋণের দায়মুক্তির জন্য এই ঋণ নেয় পাকিস্তান। সামনের মাসে এই চুক্তির মেয়াদ শেষ হবে, ফলে নতুন একটি ঋণ চুক্তির ব্যবস্থা করার চেষ্টা করছে নতুন সরকার। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং তাদের মিত্ররা জোট সরকার গঠনের জন্য একটি চুক্তি করেছে এবং পিটিআই এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল সম্পূর্ণভাবে নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং দেশব্যাপী প্রতিবাদের ঘোষণা দিয়েছে। সূত্র: এনডিটিভি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com