• রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮
সর্বশেষ :
পরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরার গোয়ালপোতায় যুবককে নি*র্যা*তন করার অভিযোগ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি এনসিপি ছাড়লেন তাসনিম জারা ফতুল্লার ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় তীব্র শীতে নাজেহাল খেটে খাওয়া মানুষ তালায় সাবেক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিলের মৃত্যু ধুলিহর সুপারীঘাটায় তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ঢাকা ৮ আসনে লড়তে চান শহীদ হাদির বোন মাসুমা ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ওসমান হাদি হত্যা : জবানবন্দি দিলেন প্রধান প্রত্যক্ষদর্শী রিকশাচালক

ঋতুপর্ণা এ সপ্তাহেই ঢাকায় আসছেন

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মমাস আগামী এপ্রিলে। তাঁর স্মরণে আগামী ২০ ও ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হবে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চল”িচত্র উৎসব’। আয়োজন করছে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। গত ২৮ জানুয়ারি জ্যামাইকায় আয়োজিত এক অনুষ্ঠানে দুই দিনের এই উৎসবের লোগো ও ওয়েবসাইট উদ্বোধন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিতে ঋতুপর্ণা ঢাকায় আসছেন। সুচিত্রা সেন উৎসবের অন্যতম আয়োজক হাসানুজ্জামান সাকী জানান, আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে সুচিত্রা সেন উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন হবে। সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত উপ¯ি’ত থাকবেন। তিনি আরও বলেন, ‘এর আগে বি”িছন্নভাবে যুক্তরাষ্ট্রে দুই বাংলার চল”িচত্র প্রদর্শনী হয়েছে। কিš‘ একটি পূর্ণাঙ্গ উৎসব এবারই প্রথম। দুই দিনব্যাপী ৩৫ ঘণ্টার এই উৎসবে দুই বাংলার ১০টি ফিচার ফিল্ম, ৫টি তথ্যচিত্র, ৫টি স্বল্পদৈর্ঘ্য চল”িচত্র প্রদর্শিত হবে। ইতোমধ্যে অনেক সিনেমা জমা পড়েছে। সেখান থেকে বাছাই করে উৎসবে প্রদর্শন করা হবে। উৎসবের বিষয়ে বিস্তারিত জানাতেই আগামী বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’ এ বিষয়ে ঋতুপর্ণা বলেন, ‘সুচিত্রা সেন চল”িচত্র উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমি উপ¯ি’ত থাকব। আশা করছি, ঢাকায় আমার প্রিয় মুখগুলোর সঙ্গে আবার দেখা হবে। আমি ভীষণ গর্বিত, আমাকে এমন সম্মানজনক একটি উৎসবে অতিথি করায়।’ সুচিত্রা সেন চল”িচত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন পরিচালক মোরশেদুল ইসলাম, ভারতীয় পরিচালক বেদব্রত পাইন ও নিউইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টসের চল”িচত্রবিষয়ক শিক্ষক মেরি লি গ্রিসান্তি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com