• রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:৫১

একটা নোংরামি মনে হচ্ছে পুরোটাই : রুবেল

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট চলেছে শুক্রবার। সকাল ৯টায় শুরু হওয়া এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর শাসন লক্ষ্যনীয়। বিষয়টি দুঃখ দিয়েছে নায়ক রুবেলকে। তাই গণমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে রাগ প্রকাশ করলেন এই নায়ক। রুবেল বলেন, ‘আমার পাশে পুরোটাই একটা নোংরামি মনে হচ্ছে। এটা একটি শিল্পীদের নির্বাচন। সকাল থেকেই দেখছি নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখা হয়েছে বিএফডিসি। এত নিরাপত্তা যদি শিল্পীদের নিরাপত্তায় লাগে তাহলে আমার সামান্য বলার নেই। দেখে মনে হচ্ছে আমরা কোনো যুদ্ধ করতে এসেছি। এমনটা আসলে বাঞ্ছনীয় নয়। মনে হচ্ছে ট্রাক স্ট্যান্ডের নির্বাচন হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি ৭-৮ বার নির্বাচিত খেলা ও সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। ৯০ সাল থেকে নির্বাচন করি। এভাবে প্রশাসনের পাহারায় নির্বাচন দেখি নাই। আমরা সবাই খুশি করতে করতেই ভোট দিয়েছি, চেয়েছি। এরপর যদি আমি নির্বাচন করি তাহলে অবশ্যই সভাপতির পদের জন্য লড়াই করবো। না হয় আর এর মধ্যে আসবো না। তবে পরবর্তীতে যারাই করবে তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে। শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এমন নিরাপত্তার যেন ব্যবস্থা সাধন না হয়। সবকিছুই যেন শিল্পীদের সুবিধা অনুযায়ী সাধন হয়।’ নিরাপত্তা কঠোর শাসন উল্লেখ করে দুঃখিত কণ্ঠে রুবেল বলেন, ‘নায়ক আলমগীর বা উজ্জ্বলের মতো লোককে যদি আইডি কার্ড শো করে ঢুকতে হয়, তাহলে দুঃখজনক। এককথায় এবসুলেটলি ব্যাড। এভাবে কার্ড চেক করে ঢুকানো ডেকে অসম্মান করা।’ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নিরাপত্তার মধ্য দিয়ে বিএফডিসিতে চলছে চলচিত্র শিল্পী সমিতির নির্বাচন। ২০২৪-২০২৬ সনের দ্বিপাক্ষিক এই নির্বাচনকে প্রধান স্থান করে পুরো বিএফডিসি ও এর আশেপাশের এলাকাজুড়ে চলছে উৎসবের আমেজ। বিএফডিসি পরিনত হয়েছে চলচিত্র শিল্পীদের মিলন মেলায়। গতকাল শুক্রবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে, চলবে বিকাল ৫ টা পর্যন্ত। নির্বাচনে ২১টি পদে দুটি প্যানেলে ৪২ জন এবং স্বতন্ত্র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে একটি প্যানেলে সভাপতি পদে মাহমুদ মুকুল ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এবং ভিন্ন প্যানেলে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল প্রতিদ্ব›িদ্বতা করছেন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com