জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির লাশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে সেখানে নেওয়া হলে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নামে মানুষের ঢল। জানাজার সময় যত ঘনিয়ে আসে, ততই বাড়তে থাকে মানুষের উপস্থিতি।
ইতোমধ্যেই জানাজায় নিজের জন্য নির্ধারিত স্থানে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া ধর্ম উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানাজা প্রাঙ্গণে উপস্থিত হন।
আরো পড়ুন : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম
হাদির জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবনের আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। নির্ধারিত জানাজা প্রাঙ্গণের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন সড়কে অবস্থান নেয় ছাত্র-জনতা। লাখো মানুষের সমাগমে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জানাজায় অংশ নিতে আসা অনেকেই আবেগাপ্লুত কণ্ঠে বলেন, এটি এক ঐতিহাসিক জানাজা—এত মানুষের উপস্থিতি তারা আগে কখনো দেখেননি। বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় অংশ নেন।
এ সময় প্রাঙ্গণজুড়ে ধ্বনিত হতে থাকে স্লোগান— ‘তুমি কে, আমি কে? হাদি, হাদি; আমরা সবাই হাদি হবো’—যা শোকের পাশাপাশি প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক হয়ে
https://www.kaabait.com