• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪৮
সর্বশেষ :
তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী

কিয়ারা হচ্ছেন রণবীরের নায়িকা ‘ডন’ সিনেমায়

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: শাহরুখ খানকে সরিয়ে ডনের চেয়ার দখল করেছেন রণবীর সিং। ডন থ্রির ঘোষণার পর থেকেই দারুণ উচ্ছ¡সিত রণবীরের ভক্তরা। তবে কৌথূহল তুঙ্গে ছিল ডনের নায়িকা নিয়ে। ডন ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ডন থ্রিতে যেমনটা নেই শাহরুখ, তেমনি নেই প্রিয়াঙ্কাও। তবে প্রিয়াঙ্কার জায়গায় কে আসছে, তা নিয়েই ছিল তুমুল আলোচনা। অবশেষে সব জল্পনাকল্পনা দূর করে ডনের পর্দায় হাজির হচ্ছেন কিয়ারা আদভানি। বেশ জল্পনাকল্পনা ও আলোচনার পর ডনের নির্মাতারা জানালেন, কিয়ারাকেই দেখা যাবে রণবীর সিংয়ের বিপরীতে। এই সংবাদটি কিয়ারা নিজেও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সঙ্গে জানিয়েছেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং এই অবিশ্বাস্য দলের সাথে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! আমরা একসাথে এই দুর্দান্ত যাত্রা শুরু করতে যাচ্ছি, সঙ্গে আপনাদের ভালোবাসা এবং সমর্থন চাই।’ এদিকে ডন ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়ায় দারুণ খুশি কিয়ারার অনুরাগীরা। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন শুভেচ্ছা। কেউ বলছেন, ডনের জন্য কিয়ারাই সেরা পছন্দ। কারো মতে, এই চরিত্রটি হবে কিয়ারার ক্যারিয়ারের আইকনিক একটি চরিত্র। কিয়ারাকে ডন ইউনিভার্সে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে এক্সে (টুইটার) পরিচালক ফারহান আখতারও একটি পোস্ট করেছেন। একটি স্বাগত টিজার পোস্ট করে ডন ফ্র্যাঞ্চাইজিতে কিয়ারাকে স্বাগত জানান এই নির্মাতা। ২০০৬ সালে মুক্তি পায় ফারহান আখতার পরিচালিত ‘ডন’, যেখানে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, বোমান ইরানিকে দেখা গিয়েছিল। এটি সেরা এশিয়ান ফিল্মের খেতাব পায় সেই বছর। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন অভিনীত ডনের রিমেক ছিল এটি। এরপর ২০১১ সালে আসে ‘ডন ২’। সেটাও বক্স অফিসে হিট করে। এবার ‘ডন ৩’ কেমন ফলাফল করে রণবীর-কিয়ারাকে নিয়ে, সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com