• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭
সর্বশেষ :
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা দেবহাটার পারুলিয়া ও কুলিয়ার ৪টি গ্রামকে অপু’ষ্টি’মুক্ত ঘোষণা সাতক্ষীরা-১: তরুণ নেতা আরিফুজ্জামান মামুনের জনপ্রিয়তা বাড়ছে দেবহাটায় শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নগরঘাটায় জামায়াতে ইসলামীর জরুরী বৈঠক অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার সুধী সমাবেশ দেবহাটায় প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ কালিগঞ্জে ইয়াবাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক, কা’রাদ’ণ্ড

কৃতী শ্যানন প্রথমবার রোবট চরিত্রে

প্রতিনিধি: / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গত বছরের ধারাবাহিকতা চলতি বছরও ধরে রাখার চেষ্টা করছেন অভিনেত্রী কৃতী শ্যানন। ক্যারিয়ারের প্রথমবারের মতো রোবট হয়ে পর্দায় আসছেন তিনি। ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ সিনেমায় ‘সিফরা’ নামের এক রোবট চরিত্রে দেখা মিলবে তার। গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৃতির নতুন এই সিনেমাটি। এরইমধ্যে প্রকাশ করা সিনেমাটির ট্রেলার এবং লুক দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। যেখানে রোবট কৃতির সঙ্গে শহীদ কাপুরের প্রেমের রসায়নের আঁচ কৌতূহল বাড়িয়েছে। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন বক্স অফিস মাত করবে সিনেমাটি। সেই আভাসও অগ্রিম টিকেট বিক্রিতে দেখা গেছে। মুক্তির আগের দিন প্রায় ১ কোটি টাকা ঘরে তুলেছে ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ¡সিত কৃতি। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বলিউডের প্রথম নায়িকা হিসেবে রোবট হয়েছি। যখন সিনেমাটির গল্প শুনি তখনই মনে হয়েছিল মজার একটি কাজ হবে তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া। আমার ভক্তরা দুর্দান্ত রসায়নসহ মনোরম প্রেমের গল্প দেখতে পাবেন। সিনেমাটি ঘিরে দর্শকদের এমন আগ্রহ সত্যি মুগ্ধ করেছে। শুধু আমার ভক্তরাই নয়, শহীদও শুটিংসেটে আমাকে দেখে মুগ্ধ হয়েছিল। আমার মনে হয়, আমাদের প্রেমের রসায়ন দেখতে হলেও সবাই হলে আসবেন।’ সিনেমাটিতে শহীদ কাপুর, কৃতী শ্যানন ছাড়া আরো অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া ও ধর্মেন্দ্র। অমিত যোশী ও আরাধনা শাহ’র পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন ল²ণ উটেকর, জ্যোতি দেশপান্ডে ও দীনেশ বিজন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com