• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৭
সর্বশেষ :
ঝিনাইদহে জামায়াত প্রার্থী আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা দেবহাটায় বাড়ি থেকে ১ সন্তানের জননী নিখোঁজ, থানায় জিডি দৈনিক যশোর বার্তা’র সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে তিনজন গ্রেপ্তার ডুমুরিয়ায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে চার হাফেজকে পাগড়ী প্রদান যমুনা টিভির আকরামুলের ওপর হামলার ঘটনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আব্দুল মোমিনকে দেখতে গেলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ধূলিহরে মোটর চুরি চক্রের এক সদস্য আটক, ছয়টি মোটর উদ্ধার পাইকগাছায় বাড়ছে ভার্মি কম্পোস্টের ব্যবহার : বাড়তি আয় করছেন উদ্যোক্তা শুকুরুজ্জামান তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা

খুলনায় বিদ্যালয় প্রাঙ্গণে ‘উত্তরণ’ এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ডেস্ক / ৬৫৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ ৩০ নং ওয়ার্ড খুলনা সিটি কর্পোরেশনের রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৯ আগস্ট, মঙ্গলবার সকালে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মসূচি উদ্বোধন করেন প্র্যাকটিক্যাল এ্যাকশন এর কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুর রহমান, প্র্যাকটিক্যাল এ্যাকশন এর ক্লাইমেট থিমেটিক লিড তামান্না রহমান, ফিল্ড অপারেশন ম্যানেজার এ.জে.এম শফিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার পলাশ সরকার। উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান এবং উত্তরণ-এর সহকারী সমন্বয়কারী সাধনা রানী গুহ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মনিরুল ইসলাম।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই মহতী উদ্যোগ নেবার জন্য উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান। এই বৃক্ষ রোপণ কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য বৃক্ষ রোপণের প্রতি উৎসাহ ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে নানা জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে টেকসই নিরাপত্তা বেষ্টনী প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশের সুরক্ষা, তাপদাহ কমানো ও কার্বন শোষণে এই প্রকল্পের অধীনে বৃক্ষ রোপণ করবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com