• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫০
সর্বশেষ :
কালিগঞ্জে পরকীয়া প্রেমিকার বাড়ি চিনিয়ে দেওয়ায় নারীর মাথায় গু লি খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে প্রায় দেড়লক্ষ টাকা জরিমানা খুলনার ডুমুরিয়ার যুবকের লা শ উদ্ধার লবণ ও খরা সহনশীল ধান, সবজী বীজ এবং জৈব সার বিতরণ উদ্বোধন তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত ডুমুরিয়ায় স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী সাইবার দলের ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন ভালুকা চাঁদপুর পূর্ব পাড়া আহলে হাদিস জামে মসজিদের বিষয় নিয়ে আমার জবানবন্দি : জি এম আমিনুল হক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে কাজী আলাউদ্দীনের দোয়া মাহফিল

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে প্রায় দেড়লক্ষ টাকা জরিমানা

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

খুলনা (০১ ডিসেম্বর) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় আজ সোমবার ভোক্তা অধিকারের ১১ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে ১ লাখ ৩৮ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়।

 

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি বাজার এলাকায় অভিযান চালিয়ে পপুলার বেকারিকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে মুসলিম মিষ্টিঘরকে ১ হাজার টাকা ও ওসমান বেকারিকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আল্লাহর দান ফল ঘরকে ৫ শত টাকা ও কেনাকাটা শপকে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার আখড়াখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে জননী কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪ হাজার টাকা এবং আলিফ স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে ভেড়ামারা উপজেলার বারোমাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে মায়ের দোয়া হোটেলকে ৩ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ভোলানাথ স্টোরকে ১০ হাজার টাকা এবং এস ডি স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে চয়নিকা ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় কারার অপরাধে মেসার্স সাহা ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মেসার্স রাজিব ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে শৈলকূপা উপজেলার গাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে লোকমান বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আলমগীর এন্টারপ্রাইজকে সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্য করার অপরাধে ৩০ হাজার টাকা এবং মেসার্স জননী ফার্মেসী কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ ফার্মেসি-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ফকিরহাট উপজেলার ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মা বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৮ হাজার টাকা এবং ফকিরহাট পোল্ট্রি কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com