• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:৫৭
সর্বশেষ :
মহম্মদপুরে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন, ওয়ার্ড পর্যায়ে দলীয় নির্বাচন বয়কটের ঘোষণা  চুকনগর বাজারে মৃতপ্রায় গরু জ’বা’ই করে মাংস বিক্রয় করার অ’ভি’যো’গে ৩জনের‌ ২ মাস জে’ল শ্যামনগরে সংসদীয় আসন পুন:র্বিন্যাসের প্র’তি’বা’দে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী পালিত দেবহাটা সাহিত্য পরিষদ ও শিল্পকলা একাডেমির আয়োজনে ইউএনওর বিদায়ী সংবর্ধনা ডুমুরিয়া হাসপাতাল যেন ম’য়’লা আবর্জনার ভাগাড় শ্যামনগরে আসন পুন:র্বিন্যাসের প্র’তি’বা’দে জামায়াতে ইসলামীর মা’ন’ব’বন্ধন সাতক্ষীরা ৩ আসনের সীমানা পূর্ণ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জলাবদ্ধতায় ডুবছে ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নের মানুষ

চুকনগর বাজারে মৃতপ্রায় গরু জ’বা’ই করে মাংস বিক্রয় করার অ’ভি’যো’গে ৩জনের‌ ২ মাস জে’ল

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা ডুমুরিয়ার চুকনগর বাজারে অর্ধ মৃত গরু জবাই করে গরুর মাংস বিক্রি করার অভিযোগে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা অপ্রতিম কুমার চক্রবর্তী,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জন‌ কে ২মাসের জেল প্রদান করেন।

 

জানা গেছে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুকনগর বাজারে নরনিয়া গ্রামে ইউ পি সদস্য আব্দুস সালাম মহালদারের নেতৃত্বে গোপালগঞ্জের গরুর ব্যাবসায়ী নাসিম এ ব্যাবসা পরিচালনা করেন।

 

এতে গরু রাখাল অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করার অপরাধে ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫২ ধারায় দোষী সাব্যস্ত হইয়া – ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড মোঃ সাইফুল ইসলাম (২২) মোস্তাফিজুর রহমান (৪৫)ও এয়াকুব আলী (৫০) কে ২মাস জেল দিয়ে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এলাকাবাসী জানান, আব্দুস সালাম মহালদারের হেফাজতে
৭টি রুগ্ন গরু তার ঘরে রাখে এবং সেখান থেকে সে ২টি রুগ্ন (১ টি মৃতপ্রায়) গরু জবাই করলে স্থানীয় লোকজন গরুর মাংস সহ গরু আটকিয়ে রেখে ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা কে মুঠো ফোনে জানানো হলে তিনি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন এর নিকট জানাতে বলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার তিনি সকালে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি , উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও ডুমুরিয়া থানার পুলিশ কে পাঠিয়ে দেন এবং তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এসময় জীবিত ৫টি গরু‌র দুইটি গরু সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসায়, দুইটি গরু চাকুন্দিয়া মাদ্রাসায় ও একটি গরু নরনিয়া মাদ্রাসায় প্রদান করা হয়। অপরদিকে জবাইকৃত দুইটি গরু মাটিতে পুঁতে প্রপার ডিসপোজ করা হয়।

 

এব্যাপারে ডুমুরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রুগ্ন মরা গরুর মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এ ধরনের কাজ পুনরায় যারা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়ার চুকনগর বাজারে একটি মাংসের দোকানে রুগ্ন মরা গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা ঘটনার সত্যতা পান এবং মাংসগুলো জব্দ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্পাসারণ কর্মকর্তা ডাঃ পপি রাণী, ডুমুরিয়া থানার এস আই শামীম, মিজানুর রহমান,এ এস আই শামীম, চুকনরগ বাজার কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরদার, সাংবাদিক ও স্হানীয়‌ নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com