• বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৯
সর্বশেষ :
জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন সাকিব ! আশাশুনির তালবেড়িয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করলেন ইউএনও জামায়াতের দিকেই ঝুঁকছে এনসিপি, আসন সমঝোতা প্রায় চূড়ান্ত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ বেতনা নদী খননের মাটি লুটপাটে পুলিশের বাঁধা : হামলায় আহত দুই পুলিশ সদস্য : থানায় মামলা তারেক রহমানের সফরসঙ্গী যারা ঢাকার মগবাজার ফ্লাইওভারে বো*মা নিক্ষেপ, অজ্ঞাত যুবক নি*হত রমিজ সভাপতি ও নূরকে সম্পাদক করে আইডিইবির নারায়গঞ্জ জেলা নির্বাহী কমিটি গঠন আশাশুনিতে জলবায়ু স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনা উদযাপিত

জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন সাকিব !

ডেস্ক / ৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এই সময়ের মধ্যে তার নামে দেশের আদালতে একাধিক মামলাও হয়েছে। সব মিলিয়ে দীর্ঘ এই সময়ে বাংলাদেশের জার্সিতে আর মাঠে নামা হয়নি তার।

 

 

সম্প্রতি এক পডকাস্টে সাকিব আল হাসান জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলার আশা এখনো ছাড়েননি তিনি।

 

 

এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সাকিব আল হাসানের ফিটনেস ও সামর্থ্য বিবেচনায় তিনি আরও অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন বলে মনে করেন তিনি।

 

 

আমজাদ হোসেন বলেন, সাকিব আল হাসানের ফিটনেস এবং বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে আমার মনে হয়, তিনি আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন। তবে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কি না, সেটি সম্পূর্ণভাবে নির্বাচক কমিটির সিদ্ধান্ত। নির্বাচক কমিটি যখন যাকে প্রয়োজন মনে করবে, তাকেই দলে নেবে।

 

 

তিনি জানান, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অনেকটাই নির্ভর করবে তার ফর্ম ও ফিটনেসের ওপর।
“বর্তমান পরিস্থিতিতে তিনি নির্বাচনের জন্য লভ্য নন, কারণ তিনি দেশে নেই। তবে ভবিষ্যতে যদি তিনি ফিরে আসেন এবং তার ফিটনেস ও ফর্ম ঠিক থাকে, তাহলে তিনি আবার খেলতে পারবেন। সে ক্ষেত্রে আমরাও হয়তো তার খেলা দেখতে আগ্রহী হব, বলেন তিনি।

 

 

সাকিব আল হাসান পতিত আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার রাজনৈতিক অবস্থান সাম্প্রতিক সময়ে তার ক্রিকেট ক্যারিয়ারে প্রভাব ফেলেছে বলে আলোচনা রয়েছে। তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মনে করেন, ক্রিকেট সবসময় রাজনীতির ঊর্ধ্বে থাকবে।

 

 

আমজাদ হোসেন বলেন,“ক্রিকেট দল-মত নির্বিশেষে সবার খেলা। বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে এসেছে কারণ এটি রাজনৈতিক পরিচয়হীন এবং নিরপেক্ষ। আমি বিশ্বাস করি, সবাই ক্রিকেটের উন্নতির জন্য অবদান রাখবেন।

 

 

তিনি আরও বলেন,“আমরা আল্লাহর ইচ্ছায় এখানে এসেছি এবং তিনি চাইলে ভবিষ্যতেও থাকব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com