• রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিরতণ বাবুখালীর ইতিহাস ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া কর্ণফুলীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল ১১৭জন যাত্রী উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বালুইগাছায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা না.গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শ্যামনগরে ৪১বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

 ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসন

নওগাঁ প্রতিনিধি / ২০৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
 ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন প্রশাসন

সাগরে লঘু  চাপের কারণে গত কয়েক দিনের ভারী বর্ষন আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে নওগাঁর বিভিন্ন নদ-নদীর পানী  বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে নদীগুলোর বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমায়।
দীর্ঘদিন যাবত টেকসই বেড়িবাঁধ মেরামত না করার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ছোট যমুনা নদীর নওগাঁর রাণীনগর উপজেলায়  কৃষ্ণপুর-নান্দাইবাড়ি বেড়িবাঁধটি। বর্তমানে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এমন ঝুঁকিপূর্ণ হওয়ার খবর পেয়ে বুধবার (২ অক্টোবর) সকালে বেড়িবাঁধের সেই ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বেড়িবাঁধের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশটি তাৎক্ষণিক মেরামতের কাজ পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া যেহেতু এখনো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তাই আপাতত বাঁধটিকে ভেঙ্গে যাওয়ার হাত থেকে রক্ষা করতে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো জানান  পানি কমে গেলে বাঁধটিকে টিকসই ও দীর্ঘস্থায়ী ভাবে মেরামতের পরিকল্পনা গ্রহণ করার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com