• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:২৬
সর্বশেষ :
ডুমুরিয়ার মানুষদের কাঁদিয়ে দায়িত্ব শেষে বিদায় নিলেন ইউএনও মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে অ গ্নিকাণ্ড পাটকেলঘাটায় ইজিবাইকসহ গাঁজা উদ্ধার, যুবক আটক সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’: অস্ত্র-গুলিসহ আটক-১ মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি দিলো ভারত শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু তফসিল ঘোষণার আগে দেশে না এলে ভোটার হতে পারবেন না তারেক রহমান

ডুমুরিয়ার মানুষদের কাঁদিয়ে দায়িত্ব শেষে বিদায় নিলেন ইউএনও

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় ১ বছর ৮ মাস দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। ১৮ নভেম্বর ২০২৫ ছিল তাঁর শেষ কর্মদিবস। দায়িত্ব শেষ করে তিনি ডুমুরিয়াবাসীর উদ্দেশে এক আবেগঘন বিদায়ী বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি সহযোগিতা, ভালোবাসা ও সমর্থনের জন্য স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

 

মুহাম্মদ আল-আমিন জানান, ২১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে ডুমুরিয়ার ইউএনও হিসেবে যোগদানের পর এই সময়টুকু তাঁর কর্মজীবনের এক মূল্যবান অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, জলাবদ্ধতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান ও নাগরিক সেবার মানোন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। কোথাও ব্যর্থতা থেকে থাকলে তার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।

 

বিদায়ী বার্তায় ইউএনও আল-আমিন উল্লেখ করেন, ডুমুরিয়াকে একটি উন্নত, নিরাপদ ও মানবিক উপজেলা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসার যোগ্য। দল-মত নির্বিশেষে কৃষি ও মৎস্যসমৃদ্ধ ডুমুরিয়ার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

দায়িত্বের শেষ দিনে তিনি বলেন, “ডুমুরিয়ার প্রতি আমার ভালোবাসা ও মমতা সবসময় অটুট থাকবে। ভবিষ্যতে ডুমুরিয়া আরও এগিয়ে যাবে—এই বিশ্বাস নিয়েই বিদায় নিচ্ছি।”

 

নিজের ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করে ইউএনও মুহাম্মদ আল-আমিন ডুমুরিয়াবাসীর প্রতি অনিঃশেষ ভালোবাসা ও শুভকামনা জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com