বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচন পথসভা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় সুজনসাহা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ইসলামকাটি ইউনিয়ন আমীর মাও: বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও (তালা-কলারোয়া) সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক,ভিলেজ ডক্টর ফোরামের সভাপতি ডাঃ আফতাব উদ্দীন শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধীকার সম্পাদক আজিজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মেম্বার আব্দুল হাকিম, মাস্টার নিছার উদদীন, মাস্টার আমিনুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ করতে হবে, যারা চাঁদাবাজি করে তারা দেশ ও জাতির শত্রু তাদেরকে প্রতিহত করতে হবে।এদেশের সকল মানুষ সমান শান্তি সহকারে বসবাস করার অধিকার সবারই আছে। তাই সম্মিলিতভাবে চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। ইসলামের আইন শুধু মুসলমানের জন্য নয়, হিন্দুদের জন্যও প্রযোজ্য, এই আইনে কোন পার্সোনালিটি করা হয়নি। ইসলাম শান্তির ধর্ম সবাইকে নিয়েই একটি শান্তির সমাজ গঠন করতে চাই। তাই আসুন ঐক্যবদ্ধভাবে একটি শান্তির বাংলাদেশ গঠন করি।
উল্লেখ্য, সকাল ১০ টায় ইসলামকাটি বদর মোড় এলাকায় এক অমুসলিম সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রতন কুমার দে, গোবিন্দ কুমার দে, অসীম কুমার দাস, প্রমূখ।
সকাল ১১টায় পরানপুর পূজা মন্ডপের সামনে পরানপুর মৎস্যজীবী সমিতির উদ্যোগে এক অমুসলিম সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মেম্বার আব্দুল হাকিম, শ্রী মহাদেব কুমার অধিকারী, সরস্বতী বিশ্বাস, প্রমূখ।
সকাল ১২টায় চাঁদপুর এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মেম্বার ফারহানা ইয়াসমিন লাকি, সালেহা বেগম।
দুপুর ১টায় গোপালপুর অমুসলিম মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জয়দেব কুমার হোঢ়, রতন কুমার, হরপ্রসাদ নন্দী, প্রদীপ হোঢ়, বিষ্ণুপদ দে, প্রমূখ।
দুপুর ২টায় বারাত পূজা মন্ডপ প্রাঙ্গনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অসীম কুমার দে, আব্দুল মজিদ, মাস্টার প্রবোধ কুমার প্রশান্ত কুমার দাস প্রমূখ।
https://www.kaabait.com