• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৫:২১
সর্বশেষ :
সরুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিরতণ বাবুখালীর ইতিহাস ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া কর্ণফুলীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল ১১৭জন যাত্রী উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের

দেবহাটায় আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২৪’র সমাপনী 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২৪'র সমাপনী 

অগ্নিবীণা জেলা সংসদ সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় নজরুল স্মৃতি ভুমিতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মুর্শিদাবাদের নজরুল গবেষক জয়নুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ ঢাকার এইচ এম সিরাজ। সম্মানিত আলোচক ছিলেন পুলিশ সুপার কমান্ড্যন্ট সাতক্ষীরা বেলায়েত হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্নিবীণা সাতক্ষীরার সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিবীণার রাজশাহী বিভাগীয় সংসদের আহবায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি নজরুল স্মৃতি ভূমি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, কাজী নজরুল ইসলাম টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এসেছিলেন। প্রমাণ হিসেবে কবি নজরুলের ছোট ছেলের স্ত্রী কল্যাণী কাজীর লেখা একটি বইয়ে উল্লেখ আছে বইটির নাম “সবে কথায় নজরুল” বলে তিনি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরুস সালাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর ইসলাম, সমাজসেবক ও নারী অধিকার উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব রফিকুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্কুল ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্যগণ, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নজরুল সংগীত পরিবেশনায় অগ্নিবীনার শিল্পীবৃন্দ ও দেবহাটার স্থানীয় শিল্পীবৃন্দ এসময় নজরুল সঙ্গীত পরিবেশন করেন। সঞ্চালনায় ছিলেন অগ্নিবীণার সাতক্ষীরার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com