দেবহাটায় ২ শিবির কর্মীকে গুলি করে হত্যা, ৬২ জনের নামে মামলা
কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
/ ৩৩৫
দেখেছেন:
পাবলিশ:
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
শেয়ার করুন
৬২ জনের নামে মামলা
দেবহাটায় ২ শিবির কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক এমপি, সাবেক এসপিসহ ৬২ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি দেবহাটা থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশনা দিয়েছেন। জানা গেছে, যৌথবাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই শিবিরকর্মী হত্যার ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ২ সেপ্টেম্বর দুপুরে সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ৭ নম্বর আদালতে নিহত মারুফ হোসেনের ভাই মোকফুর হাসান বাদী হয়ে এ মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি , যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, মান্নান হোসেন, সুভাস ঘোষ, আরিফ বিল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহ গাজী, দেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, নির্মল কুমার মন্ডল, আকবর আলী, আছরপ গাজী ও আকিনুর গাজী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ২৬ জানুয়ারি দেবহাটায় গ্রেফতারের পর ছাত্র শিবিরের দুই নেতা মারুফ হোসেন (২৪) ও আবুল কালাম (২২) কে গুলি করে উল্লিখিত ব্যক্তিদের সহযোগিতায় পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে।
সে সময় রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন থাকায় মামলা করার সাহস পায়নি। তবে শেখ হাসিনার পদত্যাগের পর পরিস্থিতি অনুকূলে আসায় ন্যায় বিচার পাওয়ার দাবিতে মামলা রুজু করেছেন বলে বাদী নিহত মারুফ হোসেনের ভাই মোকফুর হাসান জানান। বাদী পক্ষের আইনজীবী হাফিজুর রহমান বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।