• রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন চেয়ারম্যান এম মফিদুল হক লিটু *ঐতিহাসিক জানাজা* আগে কখনও দেখিনি ময়মনসিংহে হিন্দু যুবক হ*ত্যাকাণ্ড: গ্রেফতার ১০ নারায়ণগঞ্জ সদরে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি ২১ দিনেও প্রত্যাহার হয়নি কোমরপুরে দুই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কয়রার বাগালি চ্যাম্পিয়ন আশাশুনিতে পুলিশের কঠোর চেকপোস্ট ও টহল কার্যক্রম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম শ্যামনগরে পথ নিয়ে বি*রোধ ছু*রিকাঘাতে নি*হত ১, আটক ৯ শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ

দেবহাটার পল্লীতে আদালতের নির্দেশ অমান্য করে জায়গা দ খ লের অভিযোগ 

দেবহাটা প্রতিনিধি / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
আদালতের নির্দেশ অমান্য করে জায়গা দখলের অভিযোগ 

দেবহাটার সখিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জায়গা দখল করে ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামের তিলকুড়া মৌজার বিআরএস ৯০ নং খতিয়ানের ২৫৭  দাগের ৩ শতক জমি নিয়ে আব্দুল গফফারের সাথে পার্শ্ববর্তী মৃত তফিলউদ্দীনের ছেলে আইয়ুব আলী গাজীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
বিষয়টি নিয়ে কয়েক দফা স্থানীয়ভাবে শালিশ মীমাংসার চেষ্টা করা হলেও সেটি সুরাহা হয়নি। গত ৫ অক্টোবর ২৪ ইং তারিখে বিবাদী আইয়ুব আলী (৫২), তার ভাই নুর জামান গাজী (৩০), তার অপর ভাই মানিক গাজী (৬২) ও মানিক গাজীর ছেলে মাহাবুব হোসেন (২৭)  জোরপূর্বক দখল করার চেষ্টা করে। তখন গফফারের স্ত্রী মরিয়ম খাতুন ও ছেলে হোসাইন গাজী বাধা দিলে বিবাদীরা তাদেরকে মারপিট করে।
এঘটনায় গফফারের বড় ছেলে হাসানুর জামান বাদী হয়ে সাতক্ষীরার “বিজ্ঞ আমলী আদালত নং-০৭” এ সিআর- ২৫৭/২৪ নং মামলা করলে বিজ্ঞ আদালতের নির্দেশনার আলোকে উক্ত মামলা দেবহাটা থানায় রেকর্ড করা হয়। যার নং- ১৮৭৫(৩)১, তাং- ১২/ ১০/২৪ ইং। এছাড়া গফফারের স্ত্রী মরিয়ম খাতুন সাতক্ষীরার “বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত” এ ১৫/১০/২৪ ইং তারিখে পি-১৮৮৬/২৪ (দেব) একটি ১৪৫ ধারায় মামলা করে।
এই মামলায় দেবহাটা থানার এসআই গিয়াসউদ্দিন ১৭/১০/২৪ ইং তারিখে উভয় পক্ষকে নালিশী জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রেরন করে। কিন্তু সে নির্দেশনা অমান্য করে আইয়ুব দিং ৪ নভেম্বর সকালে পাকা ঘর নির্মান করতে থাকে। এসময় গফফার ও তার ছেলেরা নিষেধ করলেও বিবাদীরা তা অগ্রাহ্য করে। বিষয়টি তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com