• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:২৬
সর্বশেষ :
দেবহাটায় অসহায় গৃহহীনদেরকে ইউএনওর টিন ও চেক বিতরন দেবহাটায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে অচল জনজীবন, নিম্নাঞ্চল প্লাবিত কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে মহম্মদপুর নগর পর্যায়ে জলবায়ু অভিবাসিদের সাথে কমিউনিটি পরামর্শ সভা ডুমুরিয়ায় ১৬জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ডেইলি অবজারভার পত্রিকার তেরখাদা উপজেলা প্রতিনিধির ইন্তেকাল পাটকেলঘাটা প্রেসক্লাবে প্রতিদিনের কথা পত্রিকার ৮ম জন্মবার্ষিকী পালিত গোপালগঞ্জে এনসিপির ওপর হা ম লাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি মির্জা ফখরুলের পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ শ্যামনগরে জমির মালিকদের নামে মা মলা করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

দেবহাটায় অসহায় গৃহহীনদেরকে ইউএনওর টিন ও চেক বিতরন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

দেবহাটায় অসহায় ও দুঃস্থ গৃহহীনদেরকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান টিন ও চেক বিতরন করেছেন। বুধবার ১৬ জুলাই দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান উপজেলার ২জন গৃহহীনকে এই টিন ও চেক প্রদান করেন।

 

সম্প্রতি ঐ দুজন ব্যক্তির বসতঘর ভেঙ্গে যাওয়ায় তারা বসন্তপুর এলাকার একটি মাদ্রাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছিল। কিন্তু মাদ্রাসাটিও বন্ধ থাকায় ঐ পরিবার ২টি মানবেতর জীবনযাপন করছিল।

 

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আনলে তিনি খোঁজখবর নিয়ে বুধবার তাদেরকে অফিসে ডেকে এনে এই টিন ও চেক প্রদান করে তাদের বসতঘর মেরামত করে নিতে বলেন।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com