• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:৩১
সর্বশেষ :
তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গনভোট ও বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে অবহিত করতে মহিলা সমাবেশ শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সাতক্ষীরার রাজনৈতিক মাঠ দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সমন্বয় সভা সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার আশাশুনির আরার দারুল উলুম কওয়ামী মাদ্রাসা নানামুখী সমস্যায় জর্জরিত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

দেবহাটায় গনভোট ও বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে অবহিত করতে মহিলা সমাবেশ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

দেবহাটায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গনভোট সম্পর্কে সাধারন মানুষ ও মহিলাদেরকে অবহিত করতে এবং বাল্য বিবাহ নিরোধ বিষয়ে সচেতনতামূলক মহিলা সমাবেশে মিলিত হয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

 

মঙ্গলবার ২০ জানুয়ারী দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলকে সচেতন ও নতুন বাংলাদেশ গঠনে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন।

 

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসেন, ইউপি সদস্য আব্দুল হাই, ইউপি সদস্য আজগার আলী, ইউপি সদস্য কামাল হোসেন, ইউপি সদস্যা রেহেনা পারভিন প্রমুখ।

 

মহিলা সমাবেশে ইউএনও মিলন সাহা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটারকে দুটি করে ব্যালট পেপার দেয়া হবে। একটি ব্যালটে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আর একটি ব্যালটে আপনারা গনভোট অর্থ্যাৎ হ্যাঁ বা না ভোট দিবেন। এই গনভোটের মাধ্যমেই আগামীর রাষ্ট্র কাঠামো মেরামত ও সংশোধন করা হবে। তাই প্রত্যেককে তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে এই গনভোট প্রদানের জন্য তিনি আহবান জানান। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে সকল মা-সহ পরিবারের সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে ইউএনও বাল্য বিবাহ একটি অভিশাপ উল্লেখ করে সেটা প্রতিরোধ করার আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com