দেবহাটা উপজেলার পল্লী এলাকা থেকে এক সন্তানের জননী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই নারীর নাম ছালমা খাতুন (৩২)। এ ঘটনায় দেবহাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন তার শ্বশুর আবুল হোসেন (৬৮)।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত জুড়োন সরদারের ছেলে আবুল হোসেনের পুত্র ইসরাঈল ইসলাম (৩৫)-এর সঙ্গে কালীগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের ফজর আলী গাজীর মেয়ে ছালমা খাতুনের প্রায় ১৪ বছর আগে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের আসাদুজ্জামান নামে ১১ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। সে চাঁদপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
সংসারের প্রয়োজনে আবুল হোসেন ও তার ছেলে ইসরাঈল ইসলাম ঢাকায় রিকশা চালানোর কাজ করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ৮ জানুয়ারি সকালে আবুল হোসেনের স্ত্রী ধান ক্ষেতে পাতা তোলার কাজে যান এবং নাতি স্কুলে চলে গেলে ওই সুযোগে ছালমা খাতুন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।
পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে শ্বশুরবাড়িসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ অবস্থায় ১৫ জানুয়ারি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার জিডি নম্বর ৭১৭।
নিখোঁজ ছালমা খাতুনের সন্ধান পেলে ০১৭০৫৭৪৮৭২৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবার থেকে অনুরোধ জানানো হয়েছে।
https://www.kaabait.com