• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৯
সর্বশেষ :
খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী আশাশুনিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালী ও সমাবেশ ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ পাটকেলঘাটায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বহু প্রতিক্ষীত “দেলুপি” সিনেমা প্রদর্শন পাটকেলঘাটায় মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধার আশাশুনি প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন হাসান সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক ডুমুরিয়ায় ইট ভাটার মালিককে অবৈধ ভাবে নদীর মাটি কর্তণ করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা সাতক্ষীরা-০৩ আসনে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন না দেওয়ায় বি’ক্ষো’ভ মিছিল

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের জটিল-রোগীদের অনুদানের টাকা বিতরন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
জটিল-রোগীদের অনুদানের টাকা বিতরন

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জটিলরোগীদের মধ্যে অনুদানের টাকা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যান্সার, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উক্ত টাকার চেক বিতরন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

 

উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৩জন রোগীকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়। সভায় জানানো হয়, এ পর্যন্ত দেবহাটা উপজেলায় প্রায় দেড় কোটি টাকার মতো উক্ত রোগী কল্যান ট্রাস্টের টাকা বিতরন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com