• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০
সর্বশেষ :
শ্যামনগরে কপ৩০ পূর্ববর্তী আঞ্চলিক সংলাপ অন্তর্ভুক্তিমূলক জলবায়ু পদক্ষেপে নতুন প্রত্যাশা কে’য়া’ম’তের দিন মানুষ নিজের তিন পাশে যা দেখতে পাবে তালার মাগুরা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে দৈনিক সাতক্ষীরার সকালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মিয়া গোলাম পরওয়ার শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন হাবিবুল ইসলাম হাবিব ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শাসক হতে চাই না জনগণের সেবক হতে চাই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

নগরঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ

মো: আল মামুন / ২২৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নগরঘাটায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় শুরু হয়েছে স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে সরকার প্রতি কেজি মাত্র ১৫ টাকায় চাল সরবরাহ করছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার এক মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল পাবেন বলে জানান ডিলার ইলিয়াস হোসেন।

 

চাল বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে ট্যাগ অফিসার মাহবুব মিলনের উপস্থিতিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলি সরদার, প্রবীন বিএনপি নেতা সম হায়দার আলী, সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল, শিক্ষক আব্দুল মজিদ প্রমূখ।

 

রবিবার (৩১ আগষ্ট) সকাল থেকে নগরঘাটার বিভিন্ন বিতরণ কেন্দ্রে চাল নিতে ভিড় জমায় সাধারণ মানুষ। অনেকেই বলেন, বাজারে প্রতিকেজি চাল যেখানে ৫০ থেকে ৬০ টাকা, সেখানে সরকারের এই ১৫ টাকা দরে চাল পাওয়া তাদের জন্য বড় সহায়তা। এতে পরিবার চালাতে কিছুটা হলেও স্বস্তি মিলছে।

 

বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও খাদ্য বিভাগের কর্মকর্তারা সরেজমিনে তদারকি করছেন। যাতে কোনো অনিয়ম বা দুর্নীতি না হয় এবং প্রকৃত সুবিধাভোগীরাই এ কর্মসূচির আওতায় চাল পান, সে ব্যাপারে কড়া নজরদারি রাখা হচ্ছে।

 

এদিকে সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন—এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো গেলে নিম্ন আয়ের মানুষদের জন্য তা হবে বড় সহায়তা। বিশেষ করে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ১৫ টাকা কেজি দরে চাল তাদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিচ্ছে।

 

নগরঘাটার মানুষের কাছে এ খাদ্যবান্ধব কর্মসূচি যেন এখন আশার আলো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com