• সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৭
সর্বশেষ :
নানা আয়োজনে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনির তিন ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথ সভা আশাশুনির শ্রীউলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা দুর্নীতির একটি পয়সাও আমার পকেটে ঢুকবে না ইনশাল্লাহ : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের প্রার্থী ডা. মনিরুজ্জামান ডুমুরিয়া উপজেলা স্বাধিনতা‌ চত্বরে বিএনপির সনাতনী সমাবেশ ব্যতিক্রম আয়োজনে বি.ডি.এফ প্রেসক্লাবে দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী তালায় আচরণবিধি লঙ্ঘনে দুই নির্বাচনী কার্যালয়কে জরিমানা সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন হাবিবুল ইসলাম আশাশুনিতে জমির দ*খল নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মাম*লা

নিগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় চান

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

স্পোর্টস: দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজ শুরুর আগে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন নিগার সুলতানা। যেখানে নিজেদের শক্তির জায়গা উল্লেখ করে অজিদের শক্তিতে আঘাত করতে চান বলে জানান বাংলাদেশ অধিনায়ক। প্রতিপক্ষের শক্তি কোথায় সে প্রসঙ্গে নিগার বলেন, ‘তারা ৪ থেকে ৫ জন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে। আমাদের লক্ষ্য থাকবে, তাদের সেই শক্তির জায়গাটা যেন ভেঙে দিতে পারি যত দ্রুত সম্ভব হয়।’ অজিদের যেখানে ব্যাটিংয়ে শক্তি সেখানে বাংলাদেশের শক্তি বোলিংয়ে, ‘বোলিংয়ে আমরা সেরা, এটা সবসময় বলতে হবে। এই মাঠে বলেন বা যে কোনো জায়গায় হোক, আমার বোলাররা অনেক বড় বড় জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে ভালো পারফরম করে দিয়েছে। সেদিক থেকে অনেক আত্মবিশ্বাসী আমি। যেহেতু ব্যাটিং নির্ভর দল ওরা।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো বড় দলগুলোর বিপক্ষে সিরিজ খেললেও এই সিরিজকে সবচেয়ে বড় মনে করেন নিগার। অস্ট্রেলিয়ার মেয়েরা প্রথমবার বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এলেও তারা এই সফরকে গুরুত্ব দিচ্ছেন বলে মনে করেন নিগার, ‘এখন পর্যন্ত অবশ্যই (সবচেয়ে বড় সিরিজ)। তারা বিশ্বের ভালো দল। বিশ্ব চ্যাম্পিয়ন দল। তাদের বিপক্ষে খেলা আমাদের দলের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হবে। গত ৬-৭ মাস আমরা যেমন ক্রিকেট খেলে এসেছি, তারাও আমাদের হালকাভাবে নেয়নি। সেটা ওদের স্কোয়াড দেখেই বোঝা গেছে। বিশ্বকাপও এখানে। তো সব কিছু মিলিয়ে যতগুলো সিরিজ খেলেছি, ভারত বলেন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা…তারা (অস্ট্রেলিয়া) ভালো দল।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com