• মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪৬
সর্বশেষ :
নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত ডুমুরিয়ায় কোটি কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ, অর্থদণ্ড তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত! নারায়ণগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে সভা পাইকগাছায় শীতের শুরুতে বাড়ছে লেপ-তোশকের চাহিদা ডুমুরিয়ায় নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আলোচনা সভা অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা উপলক্ষে মাগুরা-২ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা / ১৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার আশাশুনির ফটিকখালীতে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফটিকখালী সার্বজনীন মন্দিরের মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

প্রবীন শিক্ষক শিবপদ মন্ডলের সভাপতিত্বে ও খাজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দীন।

 

এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক আজারুল ইসলাম মন্টু, বোরহান উদ্দিন বুলু, বাবুর তুষার কান্তি, বাবু প্রীতিশরায়, বাবু বিশ্বজিৎ রায়, কিংকর কুমার মন্ডল, মনিন্দ্রনাথ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল প্রমূখ।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে আশাশুনির খাজরা ইউনিয়নের কোন বিলে জলাবদ্ধতা থাকবে না, পরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ, এবং এই ইউনিয়নে অসংখ্য কাঁচা রাস্তা রয়েছে, সেগুলিকে পাকা রাস্তায় রূপান্তরিত করবো। আমি শুধুমাত্র জনকল্যাণে কাজ করতে চাই। তাই আসুন সকল ভেদাভেদ ভূলে ধানেরশীষ প্রতিকে ভোট দিবেন এই আহবান জানাই। অনুষ্ঠান শেষে স্থানীয় পূজা কমিটির হাতে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুদানের চেক তুলে দেন কাজী আলাউদ্দিন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com