উপরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরা সদরের গোয়ালপাতা গ্রামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সরেজমিনে জানা গেছে, গোয়ালপাতা গ্রামের মৃত কালিপদ গাইনের ছেলে সন্ন্যাসী গাইনের সঙ্গে একই গ্রামের চন্দন মণ্ডলের স্ত্রী কবিতা রানীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে তা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে সন্ন্যাসী গাইনকে ডেকে নিয়ে কয়েকজন ব্যক্তি তাকে নির্মমভাবে নির্যাতন করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে প্রতিবেশিদেরকেও মারপিট করা হয়।
নিমাই চন্দ্র গাইনের অভিযোগ, উৎপল, কৃষ্ণ, চন্দন, অর্ঘ্যসহ আরও কয়েকজন মিলে তার ভাইকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। পরে জরুরীসেবা ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত সন্ন্যাসী গাইনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে ঘটনার ভিন্ন ব্যাখ্যা তুলে কবিতা রানীর স্বামীও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। তবে অভিযুক্তদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে গোয়ালপাতা এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
https://www.kaabait.com