• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৪৪
সর্বশেষ :
মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি দিলো ভারত শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু তফসিল ঘোষণার আগে দেশে না এলে ভোটার হতে পারবেন না তারেক রহমান আশাশুনিতে নাশকতা ঠেকাতে উপজেলাব্যাপী পুলিশের বিশেষ মহড়া আশাশুনিতে আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের ভদ্রকান্ত সরকারের সফলতার গল্প ঢাকায় বড় পর্দায় সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার রায় ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী- মহম্মদপুরে সেলিমা রহমান

ফেসবুকের বিশাল আপডেট : মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত

ডেস্ক / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বর্তমান বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিশাল এক আপডেট নিয়ে এসেছে। এই আপডেটের ফলে ফেসবুক নিজেই ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে । তবে এ জন্য মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত।

 

বিশেষজ্ঞদের ভাষ্যমতে, এই চার শর্ত মেনে চললে কনটেন্ট ক্রিয়েটররা সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং আয়ের সুযোগও তৈরি হবে।সেই চার শর্ত কী? তা জেনে নিন।

 

১. মূল বিষয়বস্তু তৈরি করুন:
কোনোভাবেই অন্যের কনটেন্ট কপি না করে নিজস্ব ও মৌলিক কনটেন্ট তৈরি করতে হবে। ভিডিও, ব্লগ বা যেকোনো কনটেন্টে মৌলিকতা বজায় রাখতে হবে।

২. শেয়ারযোগ্য কনটেন্ট বানান:
চিন্তা-ভাবনা করে এমন কনটেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক দেখার পর স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হয়। মজার, তথ্যবহুল বা উপকারী কনটেন্ট এর মধ্যে অন্যতম।

৩. ফেসবুকের নির্দেশনা মেনে চলুন:
ফেসবুকের নীতিমালা ভঙ্গ করলে মনিটাইজেশন হারাতে হবে কিংবা ভিডিও ট্যাকডাউন হয়ে যেতে পারে। তাই অন্যের ভিডিও বা ছবি ব্যবহার না করে, হতাশাজনক বা ঘৃণাসৃষ্টিকারী কনটেন্ট এড়িয়ে যেতে হবে।

৪. বোনাস শর্ত: রিলস ভিডিও তৈরি করুন:
ফেসবুক চায়, ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হয়। বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি কার্যকর।

 

সময়ের অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের দাবি, লং ভিডিওর তুলনায় রিলস নতুন দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বড় সুযোগ।

 

বিশেষজ্ঞ মত:
ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের ভাষ্যমতে, ফেসবুকের নতুন এই আপডেট অনেকের জন্য গেম চেঞ্জার হতে পারে। যারা নিয়ম মেনে মৌলিক কনটেন্ট তৈরি করবেন, বিশেষত রিলসের ওপর গুরুত্ব দেবেন, তাদের জন্য সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। ফেসবুক ব্যবহারকারীরা এখন নিয়মিতভাবে এই চার শর্ত মানলে সহজেই নতুন দর্শক, ফলোয়ার এবং আয়ের সুযোগ পেতে পারেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com