• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩১
সর্বশেষ :
তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট দেবহাটায় বিধবা ও প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীর থানা পুলিশের অভিযানে ৩জন গ্রেফতার সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড অনলাইনে দেবে ইসি না.গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ মনিরামপুরে ব্যবসায়ী রানা প্রতাপ হ*ত্যাকান্ডে বান্ধবী ঝুমুর পুলিশ হেফাজতে সাতক্ষীরার দেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রা সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের আশাশুনি থানা পরিদর্শন আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌষের শেষভাগে হিমেল হাওয়ার কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন

বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে ব্রাজিলে তৈরি পোশাকের

প্রতিনিধি: / ১৩৭২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

অর্থনীতি: ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পজাত পণ্য ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক দিয়ে প্রবেশ করে। সেটি শুল্কমুক্ত করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। রবিবার সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার সঙ্গে বৈঠকের পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কিন্তু গত ৫২ বছরে এই প্রথমবারে মতো কোনও পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করলেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, বাংলাদেশে যেসব পোশাক ব্রাজিলের তুলা ব্যবহার করে সেগুলোতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করেছি। এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আইসিটি খাতে ব্রাজিলের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে এবং ওষুধ রফতানির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। ব্রিকসে বাংলাদেশের যোগদানের বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, এই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, আমরা অবশ্যই গাজায় যে নৃশংসতা চলছে সেটি নিয়ে আলোচনা করেছি। এ বিষয়ে আমাদের অবস্থান এক। রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং মিয়ানমারকে চাপ দেওয়ার বিষয়েও আমরা আলোচনা করেছি, বলেন হাছান মাহমুদ। বাণিজ্য সহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নতুন বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। আমরা ভারসাম্যপূর্ণ বাণিজ্যের জন্য নতুন খাত বের করার বিষয়ে কাজ করবো। শুল্কমুক্ত সুবিধার বিষয়ে তিনি বলেন, যেসব পণ্য বাংলাদেশ পাঠায় সেগুলো নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা করা হয়। এটি পর্যালোচনা করার বিষয়ে আমরা আলোচনা করেছি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com