বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদেরকে স্বনির্ভর করে গড়ে তুলব। বাংলাদেশে নারী শক্তির বিপুল সম্ভাবনা রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী হতে সহায়তা করবেন। তাহলে বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদেরকে আর্থিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করব। মাগুরার মহম্মদপুরে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।
তিনি আরও বলেন, মহিলারা মাঠে, অফিসে ও শ্রমীকের কাজ করে। পরিবারের দায়িত্ব পালন করে। আপনারা আমাদের মা-বোন। বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে আপনাদের স্বামীদেরকে মিথ্যা মামলার সময় বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের রক্ষা করেছেন। বিএনপির নেতা কর্মীদের রক্ষা করেছেন, আগামীতেও বিএনপি পাশে থাকবেন। বিএনপি ধর্মে বিশ্বাস করে, আপনারা কারোর মিথ্যা কথা বিশ্বাস করবেন না।
গ্রাম এগিয়ে যাচ্ছে, সমাজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে দেশ। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই সমাজের উন্নয়নে নারীদের রয়েছে অপরিসীম ভূমিকা। আজকের সমাজে নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তা করা যায় না।অধিকাংশ পরিবারে গৃহিণীর সংখ্যা বেশি হলেও কর্মজীবী বা খেটে খাওয়া মানুষের সংখ্যা কম নয়। আবার রাষ্ট্র তাকে দিয়েছে পুরুষের সমানাধিকার। রাজনীতির মাঠে পুরুষের পাশাপাশি নারীদের ভোট দানেরও অধিকার সমান।
আর তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক রওশনা আরা ইয়াসমিনের সভাপতিত্বে সমাবেশে বিপুল সংখ্যক মহিলা নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা যায়।
জেলা মহিলা দলের সদস্য সুলতানা রউফুন্নাহার রঞ্জুর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, জেলা বার কাউন্সিলের সভাপতি এ্যাড. খাঁন রোকনুজ্জামান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী, মাগুরা জর্জ কোর্টের পি পি (মহিলা ও শিশু) এ্যাড. মনিরুল ইসলাম মুকুল এবং বাবুখালী মহিলা দলের সুরভী খানম প্রমূখ।
https://www.kaabait.com