• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৪
সর্বশেষ :
আশাশুনির আরার দারুল উলুম কওয়ামী মাদ্রাসা নানামুখী সমস্যায় জর্জরিত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি: দেবহাটায় দুই চোরসহ তিনজন গ্রেফতার ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না-খুলনা জেলা প্রশাসক মনিরামপুরের রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে উপচে পড়া ভিড় মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক তালার জাতপুর গ্রামে বোরো মৌসুমে নিরাপদ উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইদহে জামায়াত প্রার্থী আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা দেবহাটায় বাড়ি থেকে ১ সন্তানের জননী নিখোঁজ, থানায় জিডি দৈনিক যশোর বার্তা’র সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন

বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুরাদ হোসেন, মাগুরা / ৮৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে চারটার সময় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫ ঘটিকায় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধুপুড়িয়া গ্রামে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।


​মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মরহুম মো: রোস্তম আলী শিকদারকে কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থান (পূর্বনারায়নপুর) মাঠে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: বনি আমিনের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

 

​এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, সাবেক উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা ডা. তেলাম হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান কাবুল, উপজেলা জামায়াতের আমির মাও. মো: নুর মহম্মদ আলী ও সেক্রেটারি মো: রেজাউল হক, সাবেক টিএনটি কর্মকর্তা মো: জিয়াউল হক এবং বিশিষ্ট সমাজসেবক এম খসরুল আলম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com