• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩৫
সর্বশেষ :
না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র কৃষকদলের আহ্বায়ক ভাসানের উপর হা ম লাকারীর বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ  শ্যামনগরে বিএনপি নেতার নাম ভাঙিয়ে নদীর চর দখলের চেষ্টা, থানায় জিডি দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে দুই গ্রুপের সং ঘ র্ষ, সভাপতিসহ আহত ৩০ প্রচার মাইকের যন্ত্রণা, অটোরিকশাসহ যানবাহনের হর্ণের বিকট শব্দে নাকাল ডুমুরিয়া তালায় ফসল, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান তালা-কলারোয়ার সিংহভাগ উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে : হাবিবুল ইসলাম শ্যামনগরে প্রতিবন্ধীর জায়গা দ খ লের অপচেষ্টা, মা ম লা দেবহাটায় ডাঃ শহিদুল আলমের ৩১দফা বাস্তবায়নে প্রচারনা শুরু

ব্যস্ততা বাড়ছে জাহারা মিতুর

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বিনোদন: অভিনেত্রী জাহারা মিতুর নতুন বই প্রকাশ পেয়েছে এবারের বইমেলায়। আটকে থাকা ‘আগুন’ ও ‘কমান্ডো’ শুরু হতে যাচ্ছে শিগগিরই। আরো কয়েকটি নতুন ছবি হাতে। তাঁকে নিয়ে লিখেছেন সুদীপ কুমার দীপ।
ফের আসছে আগুনের দিন
বদিউল আলম খোকনের ‘আগুন’ দিয়ে ২০১৯ সালে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন। ছবিতে জাহারা মিতুর নায়ক শাকিব খান। তবে নানা কারণে ছবিটির শুটিং আটকে ছিল। অবশেষে জট খুলেছে, খুব শিগগির শুরু হতে যাচ্ছে ছবিটির বাকি অংশের শুটিং। জাহারা মিতু বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় একটি সুখবর। ছবির ৯০ শতাংশ শুটিং আগেই হয়ে গেছে। শুধু একটি গান আর একটি রোমান্টিক দৃশ্য বাকি। যত দূর জানি, আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে। শাকিব খানের সঙ্গে সবারই কাজ করার ইচ্ছা থাকে। আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে। এবার পর্দায় দর্শক আমাদের জুটিটা দেখতে পাবে। আশা করছি, ছবিটি মুক্তির পর আমরা আরো নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পাব।’
তুই আমার না-পাওয়া ভালোবাসা
গত বছর একুশে বইমেলায় মিতুর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’ প্রকাশিত হয়েছিল। ১০০টি কবিতা নিয়ে বইটি বেশ সাড়াও ফেলেছিল। সদ্য শেষ হওয়া বইমেলায় এসেছিল মিতুর দ্বিতীয় কবিতার বই ‘তুই আমার না পাওয়া ভালোবাসা’। এবারের বইটিও ১০০টি কবিতা নিয়ে। প্রেম, বিরহ, বিচ্ছেদ—এককথায় প্রেমিক হৃদয়ের অনুভ‚তি নিয়ে লেখা কবিতাগুলো। মিতু বলেন, ‘এবার মেলায় মাত্র দুই দিন যেতে পেরেছি। শরীরটা ভালো ছিল না। তার ওপর আমার বইটি মেলায় এসেছিল ২১ ফেব্রæয়ারি। গত বছরের বইটি নিয়েও এ বছর পাঠকদের উৎসাহ ছিল দারুণ। এবারের বইটি নিয়েও প্রকাশক দারুণ খুশি। লেখালেখিতে নিয়মিত হতে চাই। আশা করছি, আগামী বছরও বই প্রকাশ করতে পারব।’
বিচারক মিতু
গত বছর ভারতে ‘ইন্ডিয়া সুপারমডেল ওয়ার্ল্ডওয়াইড’ নামের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হয়েছিলেন মিতু। এ বছরও প্রতিযোগিতাটির বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। কিন্তু সময় করে উঠতে পারেননি তিনি। প্রস্তাবটি ফিরিয়ে দিতে হয়েছে। মিতু বলেন, ‘আমি ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করি। এই পেশায় ব্যস্ত সময় যাচ্ছে। প্রতিযোগিতায় বিচারকাজ করতে গেলে ১৫ থেকে ২০ দিন অন্যদিকে নজর দেওয়ার সময় থাকে না। ফলে খুব বিনয়ের সঙ্গে এবার তাঁদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’
আসবে ‘কমান্ডো’
শাকিব খানের সঙ্গে ‘আগুন’ শুরু করার পরের বছরই কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে ‘কমান্ডো’ নামের একটি ছবির শুটিং শুরু করেছিলেন মিতু। কিছুদিন শুটিং হওয়ার পর আটকে যায় ছবিটি। ‘আগুন’-এর মতো এবার ‘কমান্ডো’র জটও খুলতে শুরু করেছে বলে জানালেন অভিনেত্রী। ‘প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আবার ছবিটির শুটিং শুরু হবে। এবার দেব দাদা উদ্যোগ নিয়েছেন। পরিচালক শামীম আহমেদ রনি ভাই অবশ্য দেশে নেই। হয়তো তাঁর জায়গায় অন্য কেউ বাকি অংশ পরিচালনা করবেন’, বললেন মিতু।
আছে ওপারের ডাক
কলকাতার একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মিতু। তবে এখনই পরিচালক ও সহ-অভিনেতার নাম বলতে চান না। মিতু মনে করেন, শুটিংয়ের আগে প্রকাশ করলে শত্রæ বাড়ে। এমনকি ছবিটি হাতছাড়া হয়ে যেতে পারে। দেশেও নতুন দুটি ছবি চূড়ান্ত। ঈদের পর শুটিং। তা ছাড়া কাজী হায়াৎ ও শাহীন সুমনের দুটি ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন মিতু। সব মিলিয়ে ২০২৪ সালে চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করবেন, এমনটাই আশা অভিনেত্রীর।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com