• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১৬
সর্বশেষ :
ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী বিলের ভিতর কালভার্টের নিচে পড়ে ছিল দিনমজুর নারীর লা শ

মানব পাচারকারী চক্রের পরিকল্পনাকারীকে মোল্লাহাটে গ্রেফতার

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট থেকে পতিতাবৃত্তির উদ্দেশ্যে বিদেশে মানব পাচারকারী চক্রের মূলপরিকল্পনাকারী হান্নান শরীফ (৪৭) কে মোল্লাহাট এলাকা থেকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি দল।

গ্রেপ্তারকৃত আসামী হান্নান শরীফ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার রমপুর গ্রামের আব্দুল বারিক শরীফের ছেলে।

রোববার (৭ এপ্রিল) দুপুরে খুলনা র‌্যাবের মিডিয়া সেল জানান, দীর্ঘদিন  ধরে একটি চক্র বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণী মেয়েদের বিভিন্ন কৌশলে বিদেশ পাচার করে আসছিল। একই ভাবে চক্রটি গত ১৭/০৮/২০২২ইং তারিখ একজন ভিকটিমের মাকে ভালো পাত্রের কথা বলে বিয়ের প্রস্তাব দেয়। ভিকটিমের মা তাদের প্রস্তাবে রাজি হলে তাদের ঠিক করা পাত্রের সহিত মেয়ের বিবাহ দেয়।

বিবাহের কিছুদিন পর চক্রটির পূর্বপরিকল্পনা মোতাবেক ভালো চাকুরী কথা বলে মেয়েটিকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় যাওয়ার পর ভিকটিম এর মা তার মেয়ের সাথে ২/৩ বার যোগাযোগ করে। এর কিছুদিন পর ভিকটিম তার মায়ের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন ভিকটিমের মা ওই চক্রটির কাছে মেয়ের খোজ খবর জানতে চায়। চক্রটি ভিকটিমের মাকে কোন খোজ খবর না দিয়ে উল্টে বিভিন্ন ভয়ভীতি দেখায়।

পরবর্তীতে ভিকটিম তার খালাকে ফোন করে জানায় পাচারকারী চক্রটি তাকে ভারতে অজ্ঞাতনামা ব্যক্তির কাছে পতিতা বৃত্তি করার জন্য বিক্রি করে দিয়েছে।  বিষয়টি জানার পর  ভিকটিমের মা বাদী হয়ে উক্ত পাচার এর সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে।

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করেন। এধনের জঘন্য ও ঘৃনীত পাচারের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল ৬ এপ্রিল  দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট উপজেলার মোল্লারহাট বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলার মূল পরিকল্পনাকারী  হান্নান শরীফ (৪৭) গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মানব পাচারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে সহকারী পুলিশ সুপার, সিআইডি বাগেরহাট এর নিকট রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com