• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮
সর্বশেষ :
হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, গুলি এখনও বের করা যায়নি সাতক্ষীরা-খুলনা সড়কে বাস উল্টে ইজিবাইকের ওপর—চালক নিহত, আহত অন্তত ১৪ ৩২ঘন্টা পর শিশু সাজিদকে জীবিত উদ্ধার শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের আগামীকাল থেকে মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেট না.গঞ্জে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন উপলক্ষে রাইটার্স ক্লাবের প্রস্তুতিমূলক সভা পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন সড়ক দুর্ঘটনায় আহত নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু ও শেষ কবে? দুই দিনেও ৯০ ফুট গভীর সরু গর্তে থেকে শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি

মোরেলগঞ্জের নিশানবাড়িয়া পরিষদের উদ্যোগ ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি 

প্রতিনিধি: / ২১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাজার দর নিয়ন্ত্রনে  রাখতে ও নিম্ন মধ্যবিত্ত মানুষের আমিষের চাহিদা মেটাতে বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে ৬৫০ টাকা দরে গরুর মাংস কিনছেন সাধারণ মানুষ।
শনিবার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সকাল ৯টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মানুষ সর্বনিম্ন ২ কেজি করে  প্রতি কেজী  গরুর মাংস ৬৫০ টাকা দরে ক্রয় করছেন। সরকার নির্ধারিত ৬৬৪ টাকা প্রতিকেজী মাংসের দাম থাকলেও এ ইউনিয়নের চেয়ারম্যান ব্যতিক্রমী আয়োজন করে ৬৫০ টাকা দরে মানুষের হাতে তুলে দিচ্ছেন। এতে নিম্ন আয়ের মানুষ ন্যয্যমূল্যের গরুর মাংস কিনে খেতে  পেরে অনেক খুশি।
আনুষ্ঠানিক উদ্ধোধনে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, অব্দুর রহিম মৃধা, আবু বকর ফরাজী, মো. কাওসার হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য পারভীন বেগম, প্রধান শিক্ষক মো. মাসুম জাকারিয়া, আওয়ামী লীগ নেতা ফলি মৃধাসহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। এদিকে স্থানীয় এলাকার নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শত শত মানুষ চেয়ারম্যানের নিজ উদ্যোগে সময় উপযোগী এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করেন। পবিত্র রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখতে ২৯ টি খাদ্যসামগ্রী সহ পণ্যের দাম নির্ধারণ করেছেন এ কর্মসূচির বাস্তবায়নের জন্য তারই ধারাবাহিকতার ৬৫০ টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে। অপনারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ সারহান নাসের তন্ময়, শেখ হেলাল উদ্দিন এমপি ও  স্থানীয় সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগের জন্য দোয়া করবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com