• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩
সর্বশেষ :
তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গনভোট ও বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে অবহিত করতে মহিলা সমাবেশ শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সাতক্ষীরার রাজনৈতিক মাঠ দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সমন্বয় সভা সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার আশাশুনির আরার দারুল উলুম কওয়ামী মাদ্রাসা নানামুখী সমস্যায় জর্জরিত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

যুক্তরাষ্ট্রের হামলা ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র স্থাপনায়

প্রতিনিধি: / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহী সশস্ত্র সংগঠনের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিদের হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরপরই পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, সানার স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে পরিচালিত এই হামলায় হুতিদের বেশ কয়েকটি মনুষ্যবিহীন জলযান এবং সাতটি জাহাজ বিধ্বংসী ভ্রাম্যমাণ ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়। এই ধরনের অস্ত্রসম্ভার হুতিরা লোহিত সাগরে জাহাজ আক্রমণে ব্যবহার করে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এছাড়া গত বুধবার রাতেও হুতিদের অবস্থানে হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিবৃতিতে বলা হয়, এসব হামলা জাহাজ চলাচল ও আন্তর্জাতিক জলসীমাকে নিরাপত্তা প্রদান করবে এবং তা যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও লোহিত সাগরে জাহাজ চলাচলকে আরও নিরাপদ করবে। গত বুধবার হুতিরা জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী ইয়েমেনের হোদেইদা প্রদেশে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হোদেইদা বন্দরসহ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী জাহাজে মাঝেমধ্যেই হামলা করে হুতিরা। গত বছরের নভেম্বর থেকে মূলত তাদের এই হামলা চালানো শুরু হয়। সংগঠনটি জানায়, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করে ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনায় তারা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার পর হুতিরা জানায়, এখন থেকে তারা ওই দেশদুটোর অবস্থানেও আঘাত হানবে। উল্লেখ্য বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্য সরবরাহ হয় লোহিত সাগরের জলপথ দিয়ে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com