বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন অতো সহজ হবে না।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “যে কথাটা আমি আগে বলেছিলাম যে, নির্বাচন অতো সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।
তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সবকিছু নিয়েই কিন্তু প্রমাণিত হচ্ছে যে, যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজেই আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আনি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে।
তারেক রহমান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার পেছনে কারও কোনও অসৎ উদ্দেশ্য আছে কি না ভেবে দেখা দরকার। কাছাকাছি সময়ে দুই প্রার্থীর ওপর হামলার ঘটনায় অনেক ফায়দা নেয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, প্রবাসে কর্মসংস্থানের দুয়ার খুলেছেন জিয়াউর রহমান। আগামীতে প্রবাসে প্রশিক্ষিত কর্মী পাঠানোর ব্যবস্থা করবে বিএনপি। এতে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন হবে।
https://www.kaabait.com