শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড খাগড়াঘাট গ্রামে গাজী বাড়ি ঈদগাহ এর পাশে মৎস্য ঘের থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে এক শ্রেণীর বালু খেগরা ও অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিউল আলম মেম্বর।
১৪ অক্টোবর মঙ্গলবার স্বরে জমিনে গিয়ে দেখা গেছে, এ দৃশ্য এ বিষয়ে বালু উত্তোলন কারীদের সাথে কথা হলে তারা বলেছে স্থানীয় নায়েব সাহেবের বলে আমরা বালু উত্তোলন করছি আপনারা তাদের সাথে কথা বলেন।
এবিষয়ে শফিউল আলম মেম্বরের ব্যক্তিগত মুঠোফোনে কথা হলে তিনি বালু উত্তোলনের কথা স্বীকার করেন। এ বিষয়ে সরকারিভাবে কোন অনুমতি আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান।
এ বিষয়ে ইউনিয়ন ভুমি কর্মকর্তার ফোন দিয়ে জানতে চাইলে ফোনটা রিসিভ করেননি।
শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন কে অবহিত করা হয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত আছে।
https://www.kaabait.com