• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬
সর্বশেষ :
বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন চেয়ারম্যান এম মফিদুল হক লিটু *ঐতিহাসিক জানাজা* আগে কখনও দেখিনি ময়মনসিংহে হিন্দু যুবক হ*ত্যাকাণ্ড: গ্রেফতার ১০ নারায়ণগঞ্জ সদরে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি ২১ দিনেও প্রত্যাহার হয়নি কোমরপুরে দুই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কয়রার বাগালি চ্যাম্পিয়ন আশাশুনিতে পুলিশের কঠোর চেকপোস্ট ও টহল কার্যক্রম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম শ্যামনগরে পথ নিয়ে বি*রোধ ছু*রিকাঘাতে নি*হত ১, আটক ৯ শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ, খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম

শ্যামনগরে পথ নিয়ে বি*রোধ ছু*রিকাঘাতে নি*হত ১, আটক ৯

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

চলাচলের পথ সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরার শ্যামনগরে ছুরিকাঘাতে মোঃ গোলাম হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছেন। ২০ ডিসেম্বর (শনিবার) সকাল দশটার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবাদ চন্ডিপুর জাবাখালি গ্রামে এ হত্যকান্ডের ঘটনা ঘটে।

 

নিহত মোঃ গোলাম হোসেন (৬০) শ্যামনগর উপজেলার জাবাখালী গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের পুত্র। স্থানীয় সুত্রে প্রকাশ, মোঃ গোলাম হোসেন (৬০)এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল প্রতিবেশী ঈমান আলি মোড়লের ছেলে,সাইফুল, ফারুক, সেলিম রেজাউলদের সাথে।

 

চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন দুপক্ষের মধ্যে বিরোধ নিয়ে গোলাম হোসেন স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে উভয় পক্ষের উপস্থিতির কথা থাকলেও সাইফুলরা কেউই স্থানীয় ইউনিয়ন পরিষদে হাজির হননি। আইন অমান্য করায় নিহত গোলাম হোসেন সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করেন। যার নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে সেলিম ও রেজাউলগং।

 

গোলাম হাসান তার বাড়ির পাশ্ববর্তী মুরগীর খামার সংলগ্ন গেলে সাইফুল, ফারুক, সেলিম, এমান আলী মোড়ল, রেজাউল ইসলাম অতর্কিতভাবে হামলা করে গোলাম হোসেনকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে লোহা রড লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগ উঠেছে।

 

তার হাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, শ্যামনগর থানার একটি চৌকস পুলিশের টিম ঘটনা স্থলের পুরো বাড়িটি ঘিরে ফেলে। অতপর ওই বাড়ি থেকে এমান আলি মোড়লের ছেলে সাবেক জলদস্যু সেলিম মোড়ল(৫০), সাইফুল (৩৮),ফারুক (৩০), বদর গাজীর রেজাউল (৫৫),রেজাউলের স্ত্রী মাছুমা (৩৫),সাইফুলের স্ত্রী,সাইফুলের মা সফুরা,ফারুকের স্ত্রী জহুরা স্ত্রীসহ ঘটনাস্থল থেকে নয় জনকে আটক করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহারিত রক্তমাখা ছুরি ও রড উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের আটকের পর উত্তেজিত জনতা ঘরবাড়ি মোটরসাইকেল সহ ব্যাপক ভাঙচুর চালায়।

 

ঘটনার বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদুর রহমান বলেন, নিহত গোলাম হোসেন হত্যার সাথে জড়িত আসামিদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com