সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৮ টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির বার্ষিক বনভোজন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে ভ্রমণ যাত্রা শুভ উদ্বোধন করেন।
যশোর বিনোদিয়া পার্ক, ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলের রাজ্যে দিনভর সৌন্দর্য উপভোগ, প্রীতি লটারী বিজয়ীদের পুরস্কার ও সম্মানিত বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সাবেক শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন(ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার) ঝিকরগাছা উপজেলা পরিষদ হলরুমে অতিথিদের স্বাগত জানিয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ঝিকরগাছার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে এর অপর সম্ভাবনার পথের দিক নির্দেশনা মূলক বক্তব্যে গদখালীর ফুলের রাজ্যে বিষয়টি প্রাধান্য পায়। অতিথিদের আথীয়তায় মুগ্ধ হয়ে প্রশংসা কুড়ান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
পরবর্তীতে যশোরের বিনোদিয়া পার্কে সাংবাদিকরা প্রেস ক্লাব সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল এর নেতৃত্বে ঘুরে ঘুরে এর ইতিহাস, সৌন্দর্য ও ঐতিহ্য সংস্কৃতি উপভোগ করেন।
বিকাল ৪ টার দিকে দেশ সেরা ঝিকরগাছার গদখালীর ফুলের রাজ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর নেতৃত্বে সাংবাদিকরা ফুল রাজ্যে গমন করেন। সৌন্দর্য উপভোগ্য অসংখ্য নানান প্রজাতির ফুল, ফুল গাছ, রঙবে রঙের ফুল, পিকনিক স্পর্ট ও সবুজ ক্ষেত, হাজারো দর্শকের উপস্থিতিতে ভ্রমণটা সাফল্য বয়ে আনে।
আনন্দ লটারী বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন আনন্দঘন পরিবেশে পুরস্কার প্রদান করেন।ফুলের ও ফুল গাছের বিপননে দেশের উন্নয়নে অংশীদারের ও নিজদের ভাগ্য উন্নয়নে ফুল বাগান পরিদর্শন করা হয়।
https://www.kaabait.com