• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪
সর্বশেষ :
সঙ্কটময় পরিস্থিতি সমাধানের পর তফসিল দিন: নাহিদ দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি পালন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনে নাগরিক সংলাপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল গুলিবিদ্ধ হালিমার অবস্থা আশঙ্কাজনক, মামলা হয়নি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার হি‌সে‌বে মিজ স‌বিতা সরকা‌রের পদায়ন

সঙ্কটময় পরিস্থিতি সমাধানের পর তফসিল দিন: নাহিদ

অনলাইন ডেস্ক / ১৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

একদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, অন্যদিকে দেশের রাজনীতিতে সঙ্কটময় পরিস্থিতি- এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম সঙ্কটগুলো সমাধানের পর নির্বাচন কমিশনকে (ইসি) তফসিল ঘোষণার আহবান জানিয়েছেন। মোটের ওপর তিনি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তফসিল দিতে আহবান জানিয়েছেন।

 

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এই আহবান জানান। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

 

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি অসুস্থ রয়েছেন। এছাড়া রাজনৈতিক একটি সঙ্কট রয়েছে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয়‌—আমরা কমিশনকে এ কথা বলেছি।‎‎

 

নাহিদ জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে কাজ করার আহবান জানিয়েছি। তিনি মনে করেন, ডিসিদের বদলিতে রাজনৈতিক প্রভাব আছে। পাশাপাশি গণভোটের বিষয় সঠিকভাবে প্রচার করতে ইসিকে আহবানের কথাও জানান নাহিদ।

 

গণভোটের প্রশ্ন আরও সুস্পষ্ট করা উচিত ছিলো মন্তব্য করে এনসিপি এই শীর্ষ নেতা বলেন, একটি দলকে খুশি করতে এমন করা হয়েছে। গণভোটের বিষয় ব্যাপকভাবে প্রচার করা উচিত।

 

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের এখনও প্রশ্ন আছে। তবে আমরা নির্বাচনের দিকে আগাতে চাই। ইসি পক্ষপাতিত্বমূলক আচরণ করলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো; যোগ করেন নাহিদ।

 

এদিকে একই দিন সিইসির কাছ থেকে রাজনৈতিক দলের নিবন্ধন সার্টিফিকেট নিয়েছে এনসিপি। এ তথ্য জানিয়ে নাহিদ বলেন, শাপলা কলি প্রতীকে এনসিপি অংশগ্রহণ করবে। তার দল জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে।

 

তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে নিজ দলের প্রতীকে ভোটের বিষয়ে ইসিকে সমর্থন জানায়। এর বিরুদ্ধে একটি দল কথা বলেছে। এর বিরুদ্ধে রিটও হয়েছে। সরকারের মাধ্যমে এটি আদায় করতে পারেনি, এখন আদালত ব্যবহার করতে চাচ্ছে। আমরা ইসিকে বলেছি তারা যাতে আইনিভাবে লড়াই করে এই সংস্কারের পক্ষে।

 

নাহিদ জানান, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করতে ইসিকে বলেছি। ইসির আইন যাতে সবার জন্য সমান হয় সে বিষয়ে বলেছি।

 

অপরদিকে, বিফ্রিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দল ছোট দলগুলোকে লোভ দেখিয়ে আদালতের আশ্রয় নিয়ে ইসির ঘারে বন্দুক রাখছে। গণভোটের প্রক্রিয়া জটিল করা হয়েছে।

 

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, বেগম জিয়ার প্রতি সবার আবেগ দলকেন্দ্রিক নয়, পুরো দেশের।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com