সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নেওয়ার তথ্য সংগ্রহ করায় চ্যানেল টোয়েন্টিফোর র সাংবাদিক মনির উপর হামলার অভিযোগ মো. হাফিজুল্লাহ নামে এক ডাক্তারের বিরুদ্ধে। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা শহরের ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটে।
এ দিকে সাতক্ষীরায় ডাক্তার কর্তৃক সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের তালা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি, গাজী জাহিদুর রহমান ( ইত্তেফাক/ জন্মভূমি) , বর্তমান সভাপতি এম, এ ফয়সাল ( বাংলাদেশ টুডে/ দৈনিক যুগের বার্তা), সহ সভাপতি প্রভাষক ইয়াছিন আলী (নয়াদিগন্ত/ তথ্য), কাজী আরিফুল হক ভুলু (ভোরের পাতা), এস এম লিয়াকত হোসেন ( জণতা/ যুগের বার্তা) সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন (যায়যায়দিন), যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু (অপরাধ চিত্র) সাংগঠনিক সম্পাদক মোঃ তাজমূল ইসলাম (কালের চিত্র/ বিবিসি সাতক্ষীরা),অর্থ সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু (আমার সংবাদ/কালের চিত্র) দপ্তর সম্পাদক অর্জুন বিশ্বাস (দৈনিক জণবাণী/দক্ষিণাঞ্চল প্রতিদিন) প্রচার সম্পাদক মিজানুর রহমান ( আজকের সাতক্ষীরা) তথ্য ও সাহিত্য সম্পাদক রিয়াদ হাসান, সাধারণ সদস্য বিএম জুলফিকার রায়হান (সংবাদ / প্রবাহ),জয়দেব চক্রবর্তী (আমার দেশ), কামরুজ্জামান মিঠু (সংগ্রাম/আলোর পরশ), রোকনুজ্জামান টিপু ( কালের কন্ঠ/খুলনা টাইমস্),মোঃ আশরাফ আলী (গ্রামের কাগজ), মোঃ জাহাঙ্গীর হোসেন (ইনকিলাব), খলিলুর রহমান,(দৈনিক যশোর), ফারুক সাগর (দৈনিক বাংলা/যুগের বার্তা), মোঃ ইমরান হোসেন (রানার),রনি ইসলাম (সাতক্ষীরার সংবাদ) প্রমুখ।
সাংবাদিকরা অভিযুক্ত ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
https://www.kaabait.com