• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৫
সর্বশেষ :
শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ, খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম সাতক্ষীরায় প্লাস্টিক অদল-বদল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন শাহবাগের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ দেশবাসীকে কাদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা তালায় আম বাগান থেকে এক ব্যক্তির লা শ উদ্ধার

সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ, খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম

সাতক্ষীরা প্রতিনিধি / ১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখসারির অন্যতম যোদ্ধা ওসমান হাদী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় গায়েবে জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে খুলনা রোড মোড় সংলগ্ন শহীদ আসিফ চত্বরে ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

 

 

আরো পড়ুন : শাহবাগের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা

 

গায়েবে জানাজা শেষে শত শত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “ওসমান হাদী ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তাঁকে হত্যা করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।”

 

 

সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

 

 

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পুরো এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ হলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

 

 

শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com