• রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৩০
সর্বশেষ :
বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন চেয়ারম্যান এম মফিদুল হক লিটু *ঐতিহাসিক জানাজা* আগে কখনও দেখিনি ময়মনসিংহে হিন্দু যুবক হ*ত্যাকাণ্ড: গ্রেফতার ১০ নারায়ণগঞ্জ সদরে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি ২১ দিনেও প্রত্যাহার হয়নি কোমরপুরে দুই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কয়রার বাগালি চ্যাম্পিয়ন আশাশুনিতে পুলিশের কঠোর চেকপোস্ট ও টহল কার্যক্রম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম শ্যামনগরে পথ নিয়ে বি*রোধ ছু*রিকাঘাতে নি*হত ১, আটক ৯ শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ, খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম

সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ৬২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

স্যানিটেশন মাস উপলক্ষে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে এবং গোফরইমপ্যাক্ট কর্মসূচির অংশ হিসেবে ওয়াটারএইড ও সুইস কনট্যাক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

 

ক্যাম্পেইনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের।

 

এসময় উপস্থিত ছিলেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা ও WOMO নাসরিন সুলতানা মৌ,যুব প্রতিনিধি কর্ণ বিশ্বাস কেডি সহ আরো অনেকে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “টেকসই পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সঠিকভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। পরিবার ও সমাজের সবাইকে বর্জ্য পৃথকীকরণ এবং নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে যেমন পরিবেশ সুরক্ষিত থাকবে, তেমনি শহর ও গ্রামের সৌন্দর্যও অটুট থাকবে।”

 

ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়। এর মধ্যে ছিল, বর্জ্য পৃথকীকরণ ও পরিবেশ রক্ষায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বিদ্যালয় প্রাঙ্গণে ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম, কাগজ ও প্লাস্টিক দিয়ে শিল্প কর্ম, শিক্ষার্থীদের অংশগ্রহণে “পরিচ্ছন্ন পৃথিবী আমাদের অঙ্গীকার শীর্ষক হাতের ছাপ প্রতীকী অঙ্গীকার।

 

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাত্রার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে, যাতে আগামী দিনে একটি পরিচ্ছন্ন, টেকসই ও স্বাস্থ্যসম্মত শহর গড়ে তোলা সম্ভব হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com