• সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬
সর্বশেষ :
সাতক্ষীরায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সভা দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী উত্তরণের উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড নিতাই রায় চৌধুরী শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় আরও ১জন গ্রেপ্তার পরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরার গোয়ালপোতায় যুবককে নি*র্যা*তন করার অভিযোগ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি

সাতক্ষীরায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

জিএম আমিনুল হক / ৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে সোমবার ২৯ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বিশেষ এই অভিযানে এএসআই (নিঃ) মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। অভিযানের অংশ হিসেবে থানাধীন এলাকায় অভিযান চালিয়ে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাদি ইসলাম মিন্টুকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি সাদি ইসলাম মিন্টু, পিতা মহারাজ খান, সাং মধুমোল্লারডাঙ্গী, থানা সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরা।
পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের সময় আইনানুগ সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

 

গ্রেফতারের পর আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সাতক্ষীরা জেলা পুলিশ জানায়, অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com