সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে সোমবার ২৯ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিশেষ এই অভিযানে এএসআই (নিঃ) মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। অভিযানের অংশ হিসেবে থানাধীন এলাকায় অভিযান চালিয়ে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাদি ইসলাম মিন্টুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সাদি ইসলাম মিন্টু, পিতা মহারাজ খান, সাং মধুমোল্লারডাঙ্গী, থানা সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরা।
পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের সময় আইনানুগ সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
গ্রেফতারের পর আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ জানায়, অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
https://www.kaabait.com