• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:০৩
সর্বশেষ :
খুলনার ডুমুরিয়ার যুবকের লা শ উদ্ধার লবণ ও খরা সহনশীল ধান, সবজী বীজ এবং জৈব সার বিতরণ উদ্বোধন তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত ডুমুরিয়ায় স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী সাইবার দলের ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন ভালুকা চাঁদপুর পূর্ব পাড়া আহলে হাদিস জামে মসজিদের বিষয় নিয়ে আমার জবানবন্দি : জি এম আমিনুল হক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে কাজী আলাউদ্দীনের দোয়া মাহফিল তারেক রহমান এখনও ভোটার হননি: ইসি সচিব খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত হবেন না

সাতক্ষীরায় জাতীয়তাবাদী সাইবার দলের ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি / ১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আজমল হোসেন জুয়েলকে সভাপতি ও আনোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

শনিবার ( ২৯নভেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীন চৌধুরী পাশা ও সাধারণ সম্পাদক ডা: জাকারিয়া চৌধুরীর যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

 

নবগঠিত সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটির নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সারমান ফারদীন সোহেল, সহ-সভাপতি আজহারুল ইসলাম, আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ ইসলাম, মো: বিল্লাল হোসেন, মো: আইয়ুব হোসেন, মো: আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সৈকত, দপ্তর সম্পাদক মো: সোহানুর, প্রচার সম্পাদক আল ইমরান নীল, কার্যকরী সদস্য মো: বেলাল হোসেন, সুজন মুর্শিদী, মোহাম্মদ আবুল হোসেন।

 

নব গঠিত কমিটির সভাপতি আজমল হোসেন জুয়েল বলেন, দেশবাসীর ভালবাসা ও অনুপ্রেরণায় ১ আগষ্ট ২০১২ খ্রি. তারিখে যাত্রা শুরু করে দীর্ঘ ১৩ বছর অর্থাৎ প্রতিষ্ঠাকালীন সময় থেকে শত জুলুম, নির্যাতন ও প্রতিবন্ধকতা সত্বেও জাতীয়তাবাদী সাইবার দল ফ্যাসিস্ট আওয়ামীলীগ রেজিমসহ সকল অপশক্তির বিরুদ্ধে অদ্যাবধি সদা সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে সকল গুজব ও অপপ্রচার রোধ এবং সাইবার বুলিং মোকাবিলাসহ দেশমাতৃকার নিরাপত্তা নিশ্চিত কল্পে সকল-প্রকার ষড়যন্ত্র রুখতে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত সকল জিয়া সৈনিকদের নিয়ে একটি সংঘবদ্ধ ও সুসংগঠিত প্লাটফর্ম হিসেবে করে যাচ্ছে সংগঠনটি।

 

নব নির্বাচিত নেতৃবৃন্দ মাঠের রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করবেন।
##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com