পুলিশের পোশাক পরে সাতক্ষীরা শহরে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর পথসভায় অংশ নেওয়ায় এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ রোববার যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সই করা এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এএসআই মহিবুল্লাহ যশোর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
সাতক্ষীরা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর ১৫ দিনের ছুটিতে বাড়ি যান। ১২ ডিসেম্বর কর্মস্থলে যোগ দেন। তবে এর মধ্যে ছুটিতে তিনি বাড়িতে না গিয়ে ৭ ডিসেম্বর দুপুরে পুলিশের পোশাক পরে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়ে সাতক্ষীরা ২ আসনে জামায়াত ইসলামের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পথসভায় অংশ নেন।
ওই পথসভায় ইসলামী সংগীত পরিবেশনের পাশাপাশি বক্তব্য রাখেন মহিবুল্লাহ।
এ ঘটনা খুলনা রেঞ্জ ডিআইজিসহ খুলনা ও যশোর পুলিশ সুপারকে জানানো হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
https://www.kaabait.com