• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২২
সর্বশেষ :
ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর সামনে বড় চ্যালেঞ্জ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল শহর ছাত্রদল ফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘ র্ষ,আহত-৩ পাটকেলঘাটায় সমন্বিত পদ্ধতিতে মৎস্য ঘেরে হাঁস চাষ, এক জমিতে দ্বিগুণ লাভ এবারও বিএনপির মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হ ত্যার অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল শহর ছাত্রদল

সাতক্ষীরা প্রতিনিধি / ৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে শীতের কাঁপনধরা মধ্যরাতে শহরের মুন্সিপাড়া এলাকার স্পিড ব্রেকারে সাদা রং করেছে শহর ছাত্রদল। যাতে সহজেই স্পিড ব্রেকারগুলো চালকদের চোখে পড়ে।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়ার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়।

 

শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা রাতজেগে প্রধান সড়কের ঝাপসা হয়ে যাওয়া স্পিড ব্রেকারে নতুন করে রং করেন।

 

শাহিন ইসলাম বলেন, শহরের ভেতরে অনেক স্পিড ব্রেকার দূর থেকে স্পষ্ট দেখা যায় না। এতে চালকদের চলাচলে ঝুঁকি বাড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা রোধে আমাদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সমাজের কল্যাণে কাজ করে। পর্যায়ক্রমে ঝাপসা হয়ে যাওয়া স্পিড ব্রেকারগুলোতে আমরা নতুন করে রং করব।

 

রাতের এই উদ্যোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মানবাধিকার সম্পাদক মুসাউদ্দিন মামুন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ ও ইমদাদুল হক বাবু, সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সবুজ, ছাত্রনেতা জুবায়ের ইসলাম, সাহাদ ইসলামসহ আরও অনেকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com