• বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:১৬
সর্বশেষ :
দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা না.গঞ্জে হজযাত্রীদের ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন মুশিউর রহমান ডুমুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে নির্বাচনী সভা কলারোয়ায় জনসভায় হাবিবুল ইসলাম হাবিব, সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস কেউ ঝগড়া পাঁকাতে আসলে ছেড়ে দেওয়া হবে না: ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা-২ আসনে শেষ মুহূর্তে ভোটে এসে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সাবেক এমপি আশু সাতক্ষীরায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লাইসেন্স বিহীন ভোজ্য তেলের কারবার: সংবাদ সংগ্রহে হুমকি! না.গঞ্জে সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের জন্মদিন পালিত বিজয়ী হলে সর্বপ্রথম চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান: সাতক্ষীরার জনসভায় জামায়াত আমীর ডুমুরিয়ায় একটি নক্ষত্রের শিক্ষক আবু সাঈদ আহমদ বিদায়

ডুমুরিয়ায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বাংলাদেশের উপজেলা সমন্বয়ক সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ১৮২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
ডুমুরিয়া উপজেলা সমন্বয়ক সভা

বৃহস্পতিবার ১৭অক্টোবর সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষেএইচপিভি ভাইরাসের ইনফেকশন থেকে জরায়ু ক্যান্সার হয় তাই এ ক্যান্সর থেকে রক্ষা পাওয়ার জন্য টিকা নিতে হবে। এনজিও প্রতিনিধিদের সাথে এক সমন্বয়ক সভায় অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয় জরায়ু ক্যান্সার প্রতিবছর পাঁচ হাজার রুগী মারা যায় তাই এ ভয়াবহ রোগ প্রতিরোধে বাচ্চা মেয়েদের টিকা নিয়ে ভবিষ্যৎ নিরাপদ করতে হবে।  আগামী ২৪ অক্টোবর থেকে২০ ২৪ নভেম্বর পর্যন্ত এ ক্যান্সারের টিকা প্রদান করা হবে। ১০ বছর বয়স থেকে ১৪ বছরের কিশোরী মেয়েদের মধ্যে বিনামূল্যে এই ব্যয়বহুল টিকা প্রদান করা হবে।

 

সভায় আরো জানানো হয় জরায়ু ক্যান্সারে প্রতিবছর ৩ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে।

 

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজল মল্লিকের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার রিফাত রহমান, উপস্হিত ছিলেন খুলনা জেলা সিভিল সার্জন অফিসের সুপারিনটেন্ডন্ট শেখ আব্দুল বাকী,ডুমুরিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শামসুজ্জামান, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সিনিয়র সাংবাদিক জি এম আব্দুস সালাম,ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদে ইমাম আব্দুর র উফ খান, ডুমুরিয়া উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক শফিকুল আলম, মেডিকেল ট্যাকলোজি মোঃ শাহ আলম সভায় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা উপজেলার বিভিন্ন এনজিওর শিক্ষক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচীতে এইচপিভি টিকা সংযোজন করার সিদ্ধান্ত গ্রহন করেছে। বয়ঃসন্ধির সূচনা লগ্নেই ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এইচপিভি কাযক্রমণ প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম- ৯ম শ্রেণি বা সমমানের শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং কমিউনিটিতে ১০-১৪ বছর বয়সী স্কুল বহির্ভূত বালিকাদের আগামী ২৪ অক্টোবর, ২০২৪ তারিখ হইতে মাস ব্যপি ক্যাম্পেইনের মাধ্যকে ১ ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে। বিগত ক্যাম্পেইন সমূহের সাফল্যের সূত্র ধরে “জাতীয় এইচপিভি টিকাদান ২০২৪” এর বিশাল ক্যাম্পেইন কার্যক্রমের সফলতা নির্ভর করছে সুষ্ঠু পরিকল্পনা ও বিভিন্ন পর্যায়ের সমন্বয়ের উপর।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com