• সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:১৮
সর্বশেষ :
ডুমুরিয়ায় একটি নক্ষত্রের শিক্ষক আবু সাঈদ আহমদ বিদায় তালায় ধানের শীষের নির্বাচনীয় জনসভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা নানা আয়োজনে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনির তিন ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথ সভা আশাশুনির শ্রীউলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা দুর্নীতির একটি পয়সাও আমার পকেটে ঢুকবে না ইনশাল্লাহ : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের প্রার্থী ডা. মনিরুজ্জামান ডুমুরিয়া উপজেলা স্বাধিনতা‌ চত্বরে বিএনপির সনাতনী সমাবেশ ব্যতিক্রম আয়োজনে বি.ডি.এফ প্রেসক্লাবে দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী

দৈনিক যশোর বার্তা’র সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন

নিজস্ব প্রতিনিধি / ৪৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

উৎসবমুখর পরিবেশে দৈনিক যশোর বার্তা পত্রিকার বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পানিসারা মোড়ে শুক্রবার দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। মিলনমেলাকে ঘিরে দৈনিক যশোর বার্তা’র সাংবাদিক, প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।

 

পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক যশোর বার্তা’র নির্বাহী সম্পাদক শেখ দিনু আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম, সংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, যশোর জেলা মুদ্রণ শিল্প সমিতির সহ-সভাপতি শরিফুল ইসলাম, যশোর আধুনিক হাসপাতাল (প্রাঃ) লি. এর চেয়ারম্যান লিয়াকত আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থ সংশ্লিষ্ট সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

 

শুভেচ্ছা বক্তব্য শেষে প্রধান অতিথি জাহিদ হাসান টুকুন দৈনিক যশোর বার্তা’য় বিগত এক বছরে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিষয়ভিত্তিক বিভিন্ন বিভাগে সেরা সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন। সেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত হন বিশেষ প্রতিনিধি শেখ মাহতাব হোসেন। এছাড়া বিশেষ প্রতিবেদক মালিকুজ্জামান কাকা, বিশেষ প্রতিবেদক আব্দুস সাত্তার কিনে, দুর্নীতি বিষয়ক রিপোর্টিংয়ে সাতক্ষীরা ব্যুরো প্রধান মোহাম্মদ মুজাহিদ, প্রধান প্রতিবেদক কল্যাণ রায় জয়ন্ত, নিজস্ব প্রতিবেদক মোল্যা অবায়দুর রহমান, সাধারণ বিভাগে ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহানুর আলম, খুলনা ব্যুরো প্রধান এস. এম জসিম উদ্দিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি কে. এম ইদ্রিস আলী, সেরা আলোকচিত্রী সানোয়ার আলম সানু, সেরা বিজ্ঞাপনদাতা (সরকারি) সাইফুল ইসলাম, মোহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি সাদ্দাম হোসেন, মনিরামপুর (যশোর) প্রতিনিধি এস. এম তাজাম্মুল হোসেন এবং সেরা বিজ্ঞাপনদাতা (বেসরকারি) হিসেবে মোহাম্মদ মুজাহিদ পুরস্কৃত হন।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

 

আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতেই এ ধরনের মিলনমেলার আয়োজন করা হয়, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মিলনমেলায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা ও উপজেলা প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com