• সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৩২
সর্বশেষ :
ডুমুরিয়ায় একটি নক্ষত্রের শিক্ষক আবু সাঈদ আহমদ বিদায় তালায় ধানের শীষের নির্বাচনীয় জনসভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা নানা আয়োজনে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনির তিন ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথ সভা আশাশুনির শ্রীউলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা দুর্নীতির একটি পয়সাও আমার পকেটে ঢুকবে না ইনশাল্লাহ : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের প্রার্থী ডা. মনিরুজ্জামান ডুমুরিয়া উপজেলা স্বাধিনতা‌ চত্বরে বিএনপির সনাতনী সমাবেশ ব্যতিক্রম আয়োজনে বি.ডি.এফ প্রেসক্লাবে দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী

ডুমুরিয়ায় একটি নক্ষত্রের শিক্ষক আবু সাঈদ আহমদ বিদায়

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

খুলনা জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় এর অন্যতম উদ্যোক্তা,বিশিষ্ট শিক্ষাবিদ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আবু সাঈদ আহমেদ ২৬ জানুয়ারি ২০২৬ সকাল ৭:৩০ মিনিটে কিডনি রোগে আক্রান্ত অবস্থায় ডুমুরিয়া সদরে অবস্থিত নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ডুমুরিয়া কলেজ পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

 

পারিবারিক সুত্রে জানা গেছে, আবু সাঈদ আহমেদ ১৯৭২ সালে প্রধান শিক্ষক হিসাবে ডুমুরিয়া উপজেলার কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়টির সুচনা করেন। তারপর ১৯৭৭ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে ডুমুরিয়া সদরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণি ভুমিকা রাখেন। সমধিক পরিচিত নাম ‘গার্লস স্কুল’ সরকারি হওয়ার পর তিনি বদলী হয়ে ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত খুলনা জিলা স্কুলে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখান থেকে চাকুরিতে অবসরের পর ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সে বিয়াম স্কুল প্রতিষ্ঠা করে মৃত্যুর আগ-পর্যন্ত পরিচালনা করেন। তিনি কিডনির জটিলতায় ভুগে গত ৪ বছর যাবৎ বিপুল অর্থ ব্যয়ে সপ্তাহে ৩ বার করে ডায়ালাইসিস করিয়ে বেঁচে ছিলেন। তবুও তিনি সদা-হাস্যমুখেই চলাচল করতেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা-সহ অনেক আপনজন রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে সকাল থেকেই অসংখ্য মানুষ তার বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত হন। বিকাল পনে ৫টায় ডুমুরিয়া স্বাধীনতা চত্ত¡র তথা বিয়াম স্কুল মাঠেই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি, জামায়াত নেতৃবৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি ছাড়াও বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

 

 

শেষে উপজেলার সেনপাড়া গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা সহ মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি উনি যেন বেহেস্তবাসী হন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com